এখন পড়ছেন
হোম > জাতীয় > হিংসা নিয়ে টিম পাঠাতেই গা জ্বালা মমতার, বিজেপিকে কটাক্ষ করে কি বললেন মমতা!

হিংসা নিয়ে টিম পাঠাতেই গা জ্বালা মমতার, বিজেপিকে কটাক্ষ করে কি বললেন মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের গণনা পর্ব পর্যন্ত যে হিংসা দেখেছে রাজ্য, তা নিয়ে রীতিমতো চিন্তিত কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই দলীয় এবং প্রশাসনিক স্তরে একাধিক রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে রাজ্যে এসেছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল বিভিন্ন হিংসা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে খবর। এদিকে বিজেপির পাঠানো টিম বাংলায় পৌঁছতেই রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, কথায় কথায় এভাবে টিম এবং এজেন্সি দিয়ে পার্টি চলে না।

প্রসঙ্গত, এদিন নবান্ন সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বিজেপির পাঠানো ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কথায় কথায় টিম পাঠিয়ে দেওয়া এবং এজেন্সি লাগিয়ে দেওয়া, এভাবে দেশ চালালে চালানো যায় না। আমি বিজেপি নই। আমিও মণিপুরে যেতে পারতাম। কিন্তু আমি কতগুলো সিস্টেম মেনটেন করি। দেশ চালাতে গেলে ধৈর্য রাখতে হয়।”

তবে মুখ্যমন্ত্রী যখন বিজেপির পাঠানো টিমকে কটাক্ষ করছেন, তখন তা নিয়ে পাল্টা প্রশ্ন তুলছে গেরুয়া শিবির। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন অন্য রাজ্যে নিজের প্রতিনিধি দল পাঠান, তখন তো বিজেপি কিছু বলে না! তাহলে বাংলায় যখন এত হিংসা হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তখন সর্বভারতীয় দল হিসেবে এবং বাংলার বিরোধী দল হিসেবে শীর্ষ নেতৃত্ব তাদের টিম পাঠিয়েছে। সেক্ষেত্রে কেন এত গাত্রদাহ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তাহলে কি তিনি ভয় পাচ্ছেন যে, বাংলায় যে ক্রমাগত হিংসার ঘটনা ঘটেছে, সেই তথ্য গোটা দেশের সামনে চলে আসবে! আর তাতে আগামী লোকসভা নির্বাচনের আগে আরও ভাবমূর্তি খারাপ হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের! তাই কি তিনি বিজেপির পাঠানো এই টিম রাজ্যে আসতেই রীতিমতো অগ্নিমূর্তি ধারণ করলেন! ইতিমধ্যেই এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বিজেপির ঘনিষ্ঠ মহল।

বিশেষজ্ঞদের মতে, বাংলার হিংসা ভয়াবহ আকার ধারণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নির্বাচনের সময় যে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে রিপোর্ট পেশ করেছেন রাজ্যপাল। বাংলার বিরোধী দল বিজেপির নেতারাও দাবি করছেন, অবিলম্বে কেন্দ্রীয় সরকার রাজ্যে 355 ধারা লাগু করুক। আর এই পরিস্থিতিতে অত্যন্ত চাপে রয়েছে তৃণমূল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো অনুধাবন করতে পারছেন, যে হিংসা রাজ্যে হয়েছে, তাতে তার সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে কেন্দ্রীয় সরকার। তাই বিজেপির পাঠানো টিম রাজ্যে আসতেই দিশেহারা হয়ে তাদের আক্রমণ করে বসলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!