এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > পাপের ফল ভোগ করার জন্য তৈরি থাকুন মমতা ! অতীত মনে করিয়ে হুঙ্কার হেভিওয়েটের !

পাপের ফল ভোগ করার জন্য তৈরি থাকুন মমতা ! অতীত মনে করিয়ে হুঙ্কার হেভিওয়েটের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  পঞ্চায়েত নির্বাচনে যে পরিমাণ সন্ত্রাস এবং গণতন্ত্রের হত্যা হয়েছে, তা নিয়ে সরব হচ্ছে বিরোধীরা। বিভিন্ন জায়গায় ভোটে কারচুপি থেকে শুরু করে গণনা কেন্দ্র পর্যন্ত কারচুপি করা হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে নিজস্ব পুলিশ দিয়ে নির্বাচনকে প্রহসনে পরিণত করলেও, আগামী দিন ভয়ংকর বলে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন গণতন্ত্রের হত্যা নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ আন্দোলন সংগঠিত করা হয়। যেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। আর সেখানেই অতীত স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বার্তা দেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। অধীর চৌধুরী বলেন, “2018 সালের পঞ্চায়েতের মতো এবারের পঞ্চায়েতকেও প্রহসনে পরিণত করা হয়েছে। তবে 2019 সালের লোকসভায় যেভাবে পরাজিত হয়েছিল তৃণমূল কংগ্রেস, সেভাবেই 2024 সালে এই পাপের ফল তাদের ভোগ করতে হবে।”

তবে প্রদেশ কংগ্রেস সভাপতি এই কথা বললেও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, দিল্লিতে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক টেবিলে বসে বিজেপি বিরোধীতার আলোচনা করছেন। আর সেই সময় বাংলায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়ে বিজেপিকে সুবিধে করে দিচ্ছেন অধীর চৌধুরী। তাই বিজেপির বি টিম এই বঙ্গ কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা না বলে বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন গড়ে তুলুন অধীরবাবু বলে পাল্টা পরামর্শ ঘাসফুল শিবিরের।

বলা বাহুল্য, এর আগেও 2018 সালের পঞ্চায়েত নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল রাজ্যের শাসক দল। যার পরেই 2019 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয় গণতন্ত্রের কন্ঠরোধ করার ফসল বলে দাবি করেছিল বিরোধীরা। আর এবারও সেই বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অতীতের মতোই পঞ্চায়েতকে নিজেদের দখলে রাখতে যা ইচ্ছে তাই করেছে তৃণমূল কংগ্রেস। তবে এর ফল আগামী লোকসভা নির্বাচনে শাসকদলকে পেতে হবে বলে ইতিমধ্যেই হুংকার ছেড়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর সেই একইভাবে তৃণমূলকে পাপের ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিলেন অধীর চৌধুরী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!