তৃণমূল কংগ্রেসকে তীব্র অস্বস্তিতে ফেলে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় রাজ্য May 1, 2018 গত শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট এলাকায় অনুষ্ঠিত হলো বিজেপির দলীয় কর্মীসভা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যস্তরের নেতা জয় বন্দ্যোপাধ্যায়। এদিনের বক্তৃতায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্যের শাসক দলের কঠোর সমালোচনা করলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে আদালতে দফার দফায় মামলায় নির্বাচন প্রক্রিয়া নানা ভাবে বিঘ্নিত হচ্ছে। এবং নির্বাচনের সময়সূচীকে নিয়েও নানা জটিলতা তৈরী হয়েছে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এই বিষয়কে ব্যাখ্যা করতে নিজের ছাত্র জীবনের কথা উল্লেখ করে তিনি বললেন, “ছাত্রজীবনে আমরা সারা বছর লেখাপড়া করার পর পরীক্ষার সময় অন্যদেরকে চ্যালেঞ্জ করতাম। কে কত নম্বর পেতে পারি তা নিয়ে হতো লড়াই।” এরপরেই রাজ্যের শাসকদলকে আক্রমন করে তিনি বললেন ,”তৃণমূলের নেতানেত্রীরা সবসময় বলেন যে তারা রাজ্যে উন্নয়নের জোয়ার নিয়ে এসেছেন। তাদের কাছে আমার প্রশ্ন এত উন্নয়ন করলে বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে কেন?” রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকে ও উন্নয়নের কাজে সাফল্য পায়নি বলেই ভয়ে বিরোধীপক্ষের নামে কুৎসা ছড়াচ্ছে জানিয়ে তিনি বললেন,”পঞ্চায়েত পরীক্ষায় পাস করতে পারবে না বলেই এমন করছে তৃণমূল। আপনার মতামত জানান -