এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপ ঘোষকে ধন্যবাদ ফিরহাদ হাকিমের, জোর জল্পনা রাজ্যে!

দিলীপ ঘোষকে ধন্যবাদ ফিরহাদ হাকিমের, জোর জল্পনা রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে পর্যন্ত তারা একে অপরের শত্রু ছিলেন। রাজনৈতিক ঘটনা পরম্পরায় একে অপরকে কটাক্ষ করতে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি কেউ। কিন্তু এবার রাজনীতিতে ঘোরতর শত্রু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রকাশ্যে ধন্যবাদ জানালেন কলকাতা পৌরসভার প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। এক লহমায় পেশাদার সাংবাদিকদেরও এই ঘটনা দেখে ঢোক গিলতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে হঠাৎ কি এমন হল, যার কারনে দিলীপ ঘোষকে ধন্যবাদ জ্ঞাপন করলেন তৃণমূলের এই শীর্ষ নেতা?

জানা গেছে, মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 70 তম মৃত্যুদিবসে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তার গলায় শোনা যায় প্রতিহিংসার সুর। তিনি বলেন, “প্রয়োজনে প্রতিশোধ নাও। অহিংসা যারা করে, তারা কাপুরুষ। মারের বদলা মার। এটাই শ্যামাপ্রসাদের শিক্ষা। এটাই আমাদের লক্ষ্য। আমাদের কর্মীকে খুন করছে তৃণমূল। ছেড়ে দেব না। আমরা হিংসা করতে পারি। প্রতিটির প্রতিশোধ নেব। কাউকে ছাড়ব না। যারা হিংসা করছে, তাদের কাছে হাত জোর করব না। এটাই শ্যামাপ্রসাদের প্রতি আমাদের শ্রদ্ধা হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করায় এবার তাকে ধন্যবাদ জানালেন ফিরহাদ হাকিম। তবে এই ধন্যবাদ ভাল অর্থে নয়। বরঞ্চ দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বুঝিয়ে দিলেন যে, বিজেপি এই ধরনের রাজনীতি করতেই অভ্যস্ত। এদিন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি হিংসা ছাড়া কিছু বোঝে না। এটা ওদের চরিত্র। দিলীপ ঘোষকে ধন্যবাদ যে, উনি সত্যি কথাটা সবার সামনে তুলে ধরেছেন।” পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে এদিন হুঁশিয়ারি দিতেও শোনা গেছে ফিরহাদ হাকিমকে।

তিনি বলেন, “এদের সঙ্গে মাওবাদীদের কোনো পার্থক্য নেই। কিন্তু বাংলা এই রাজনীতির প্রশ্রয় দেবে না। তৃনমূল নতুন বাংলা গড়েছে। বাংলা এই সমস্ত উগ্রবাদীদের জায়গা দেয় না।” অনেকে বলছেন, প্রথমদিকে দিলীপ ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন ফিরহাদ হাকিম, এই কথা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল। তাহলে কী রাজ্য রাজনীতিকে বড়োসড়ো পরিবর্তন আসছে! এই কথাও ভেবে নিয়েছিলেন একাংশ। তবে গোটা ব্যাপারটি মধ্যে যে বড় ট্যুইস্ট ছিল, তা ধীরে ধীরে পরিস্কার হয়ে গেল। দীলিপবাবুর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ধন্যবাদ জানিয়ে ফিরহাদ হাকিম গেরুয়া শিবিরের বঙ্গের প্রধান সেনাপতিকে কার্যত সমালোচনায় বিদ্ধ করলেন বলেই মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!