এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বড়সড় জয় পেলন তৃণমূল হেভিওয়েটরা ! ইডিকে পার্টি করার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!

বড়সড় জয় পেলন তৃণমূল হেভিওয়েটরা ! ইডিকে পার্টি করার নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ শুক্রবার ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু সহ তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলায় দেশের শীর্ষ আদালতে বড়সড় জয় পেলন। প্রসঙ্গ উল্লেখ্য যে ঘাসফুল শিবিরের নেতা নেত্রীদের ২০১১ সালের পর থেকে সম্পদ বৃদ্ধি মামলায় নাম নাম ছিল  ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, শিউলি সাহা, মলয় ঘটক, অরূপ রায়, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকমল সাহা, জাভেদ খান, গৌতম দেব, ইকবাল আহমেদ সহ শোভন চট্টোপাধ্যায় ও অর্জুন সিং-এর। তবে আজ এই মামলার শুনানিতে স্বস্তি পেলেন নেতানেত্রীরা ।

সংবাদ সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে যে এই মামলায় আজ শুক্রবার শীর্ষ আদালতে শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত ওই মামলায় কোনও তদন্ত হবে না এমনটা জানা যাচ্ছে। কাজেই কলকাতা হাইকোর্ট এই মামলায় ইডিকে পার্টি করার নির্দেশ দিলে ঘাসফুল শিবিরে নেতারা শীর্ষ আদালতের দ্বারস্থ হলে তৃণমূলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে চলতে থাকা মামলার উপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। স্বভাবত আজকে সুপ্রিম কোর্টের এই রায়ে বড়সড় স্বস্থি পেলেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!