হঠাৎ করে পারিশ্রমিক কমাচ্ছেন সলমন খান? করোনা আবহে তুমুল জল্পনা শুরু বি – টাউনে! অন্যান্য বিনোদন August 3, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনাতে গৃহবন্দি মানুষের হাঁসফাঁস জীবনে একটু ভালোলাগার হাওয়া আনে টেলিভিশনের পর্দা। তবে করোনা এর কারণে বন্ধ রয়েছে অনেক জায়গার শুটিং। পিছিয়ে গেছে অনেক শো এর কাজ। ফলে প্রোডিউসারের পকেটেও যে টান পড়বে না তা বলার অপেক্ষা রাখে না। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে বলিউডের ভাইজান সল্লু ভাই নাকি কমিয়ে ফেলছেন নিজের পারিশ্রমিক। কেনই বা এমন সিদ্ধান্ত নিলেন তিনি? কি কারণ থাকতে পারে এর পিছনে? জেনে নিন- কয়েকবছর ধরে বড় পর্দার সঙ্গে ছোট পর্দাতেও দেখা যাচ্ছে আমাদের ভাইজানকে। সৌজন্যে কালার্স এর জনপ্রিয় শো বিগ বস। পরিচিত এই রিয়েলিটি শো তে অচেনা জায়গায় একসঙ্গে থাকা কিছু অচেনা মানুষদের দৈনন্দিন জীবনের টানাপোড়েনের মাঝে একদিন করে দেখা যেত তাকে। বিশেষজ্ঞের মতে তার আবির্ভাব ও মজাদার মন্তব্যই ছিলো শো টি চালিয়ে নিয়ে যাওয়ার আসল রসদ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তবে এবার করোনা পরিস্থিতিতে কিভাবে হবে শুটিং তাও ভাবাচ্ছে সকলকে। তবে শোনা যাচ্ছে এবারের শো তেও থাকছে এই হাইজিন সংক্রান্ত বিষয়। শুধু তাই নয় কমতে পারে হয়তো শো টি চলার মেয়াদও। তা এমন কাজের জন্য তিনি প্রতি পর্ব শুটিংয়ে পারিশ্রমিক পেতেন প্রায় সাড়ে ৬ কোটি টাকা করে। আজ্ঞে হ্যাঁ , তবে এবারের পরিস্থিতিতে নাকি মন গলেছে সলমন খানের। তাই নির্মাতাদের অনুরোধ রাখতে নাকি তিনি দর কমিয়েছেন। তবে এক বিশেষজ্ঞের মতে, সুশান্ত সিংরাজপুত এর মৃত্যুর পর নাম জড়ায় এই হেভী ওয়েট অভিনেতার। শুধু তাই নয় নেটিজেনের একটা বড়ো অংশ তার ছবি বয়কট করবে এমনও কথা শোনা যায়। তাই প্রোডিউসার দের মধ্যে শো এর টিআরপি কমে যাওয়া নিয়ে যে সন্দেহ রয়েছে সেই বিষয়কেই ধামাচাপা দিতে অভিনেতার এহেন পদক্ষেপ বলে মনে করছেন অনেকে। আপনার মতামত জানান -