এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি! পদত্যাগের প্রশ্নে স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!

বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি! পদত্যাগের প্রশ্নে স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাম্প্রতিক করোনার অবহেও বাংলার আগামী বছরের বিধানসভা নির্বাচনের ঢাকের কাঠিটি পড়েই গেছে। বাংলার বিভিন্ন রাজনৈতিক দল আগামী নির্বাচনে জয়লাভের লক্ষে নিজেদের আগাম প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। একদলের বিরুদ্ধে অপরদলের শুরু হয়েছে অভিযোগ বর্ষণ ও কাদা ছোড়াছুড়ির পর্ব। বঙ্গ বিজয়ের লক্ষ নিয়ে বিজেপিও নিজের রোডম্যাপও তৈরী করে ফেলেছে।

সংবাদসূত্রে জানা যাচ্ছে, রাজ্যের বর্তমনে করোনা পরিস্থিতির মধ্যেই দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য বিজেপি পথে নামতে চলেছে। আগামী ৫ ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের ভূমিপূজনের দিন, কিন্তু এদিনেই রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ বিজেপি এর প্রতিবাদ জানাতে চলেছে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, “রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি লকডাউনের দিনক্ষণ পরিবর্তন করতে। আমরা লকডাউন মানতে চাই। শুধু ৫ অগাস্ট দিনটি পরিবর্তন করা হোক।”

দিলীপবাবু আরও জানান, “ওইদিন ভগবান রামের পুজো হবে অযোধ্যায়। আমরা সেই পুজো করব। তাই এই আবেদন।” বাংলার নির্বাচনের প্রচার তথা নির্বাচনে জয়লাভের প্রথম পদক্ষেপই হবে রাম মন্দির নির্মাণ তথা রামপুজো উপলক্ষে বিজেপির পদযাত্রা। যা আগামী ৪ ঠা আগস্ট বিজেপি করতে চলেছে।আর এই পদযাত্রাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগে খড়গহস্ত হতে চলেছে রাজ্য বিজেপি। কিন্তু, এরপরেই কার্যত বোমা ফাটান বিজেপি রাজ্য সভাপতি!

এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, শোনা যাচ্ছে আপনি পদত্যাগ করতে চেয়েছিলেন। জবাবে রীতিমত আক্রমণত্মক ভঙ্গিতে গেরুয়া শিবিরের প্রধান সেনাপতি স্পষ্ট জানিয়ে দেন, দিলীপ ঘোষ যদি পতদ্যাগ করত আর কেউ থাকত না দলে। বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তাঁর বুকে পা দিয়েই রাজনীতি করব। স্বাভাবিকভাবেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতির এহেন ঘোষণায় রীতিমত শোরগোল পরে যায় রাজনৈতিক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সম্প্রতি, রাজ্য বিজেপির বেশ কিছু নেতার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় গাছের ডালে পাওয়া গিয়েছিল। তাঁদের অস্বাভাবিক মৃত্যুর জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি বলে জানান দিলীপবাবু। করোনা সংক্রমণের কারণে সামাজিক দূরত্বের কথা ভেবে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বর্তমানে ব়্যালি করার ব্যাপারে নিষেধ করা হলেও, মানুষের প্রাপ্য অধিকার রক্ষা করতে, মানুষকে সুরক্ষিত রাখতে বিজেপি পথে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দিলীপবাবু জানিয়েছেন।

প্রসঙ্গত, আগামী নির্বাচনে রাজ্যে নিজেদের জনসমর্থন বৃদ্ধিতে রাজ্যে ১ কোটি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি পৌঁছে দেবার কর্মসূচি নিয়েছিল রাজ্য বিজেপি। ইতিমধ্যেই নাকি ৯৫ লক্ষপরিবারের কাছে এই চিঠি পৌঁছে দেওয়া সম্ভবপর হয়েছে বলে দিলীপবাবু এদিন দাবি করেন। আর এরসঙ্গেই দলের নতুন সদস্য সংগ্রহ অভিযান, আত্মনির্ভর ভারত কর্মসূচি নিয়ে প্রচার ও প্রশিক্ষণ ইত্যাদি সমস্তকিছু নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও উপযুক্ত কর্মসূচি গ্রহণ করতে চলেছে রাজ্য বিজেপি বলেও তিনি জানিযেছেন।

এ প্রসঙ্গে দিলীপবাবু জানিয়েছেন, “আমরা ১,৮০০ কর্মীকে নিয়ে আত্মনির্ভর ভারতের প্রশিক্ষণের কাজ শুরু করতে চলেছি। তার জন্য জেলাভিত্তিক কাজ হবে। প্রতি বুথ থেকে পাঁচটি স্মার্ট ফোন নম্বর সংগ্রহ করা হয়েছে। তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই কাজ আমরা শুরু করব ৬ অগাস্ট থেকে। মোট কথা ২০২১-কে টার্গেট করে বিজেপি এগিয়ে চলেছে।” প্রসঙ্গত, আগামী ৭ ই আগস্ট থেকে রাজ্য বিজেপিতে শুরু হতে চলেছে নানান সদস্য সংগ্রহ অভিযান। আর এবারে ৩ কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষমাত্রা গ্রহণ করেছে বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!