এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনার জেরে বিপুল পরিমান ভারতীয় চলে যাবে চরম দারিদ্র্য সীমায়? দৈনিক আয় নামবে ১৪৪-এর নীচে?

করোনার জেরে বিপুল পরিমান ভারতীয় চলে যাবে চরম দারিদ্র্য সীমায়? দৈনিক আয় নামবে ১৪৪-এর নীচে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে করোনা আবহে বিশ্বজুড়ে অর্থনৈতিক পরিস্থিতি যেভাবে নিম্নমুখী হচ্ছে তাতে গোটা বিশ্ব দারিদ্রতা বাড়তে পারে বলে ধারণা করছেন গবেষকরা। সূত্র মারফত খবর, করোনা পরিস্থিতি তৈরি হবার পর গোটা বিশ্বে প্রায় ১২০ কোটি মানুষ ইতিমধ্যেই বেকার হয়েছেন। এরপরেও প্রায় ৪০ কোটি মানুষ করোনার কারণে কাজ হারাবেন বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের অধীনস্থ সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী কিছুদিনের মধ্যেই পৃথিবীতে দরিদ্র মানুষের সংখ্যা ছাড়াবে ১১২ কোটি।

সূত্র মারফত জানা গেছে ভারতে করোনার থাবা গ্রাশ করার আগে পর্যন্ত ভারতে গরিব মানুষের সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ২০ লক্ষ। গবেষকদের মতামত অনুযায়ী বিশ্বে দারিদ্র অতিরিক্ত হারে দেখা যাবে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চোখে পড়ার মতো দারিদ্র দেখা যাবে। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী ভারত জনবহুল দেশ হওয়ার কারণে এই তালিকার প্রথম দিকেই থাকবে। করোনা আবহে ভারতের অর্থনৈতিক পরিস্থিতির নিম্নমুখী লেখচিত্র প্রদর্শিত হয়েছে তার উপর ভিত্তি করে একটি সমীক্ষা চালানো হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সমীক্ষা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী দিনে প্রায় ৬ কোটি ভারতবাসী দারিদ্র্য সীমার নিচে অবস্থান করবে। জানা গেছে যারা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করবে তাদের গড়ে দৈনিক আয় হবে প্রায় ১৪৪ টাকা। যা ভারতীয় অর্থনীতিকে অত্যন্ত খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। ভারতের মত অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। বিশেষজ্ঞদের পর্যালোচনা অনুযায়ী দৈনিক আয় গড়ে ১৪৪ টাকা হলে তা চরম দারিদ্র সীমার তালিকাভুক্ত হয়।

করোনার প্রকোপে লকডাউন পরিস্থিতিতে যে পরিমাণ ভারতবাসী বেকারত্বের আওতাভুক্ত হচ্ছে তাতে অদূর ভবিষ্যতে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। তাঁদের পরামর্শ অনুযায়ী দরিদ্র মানুষের অর্থ উপার্জনের ব্যবস্থা সরকার যদি নিজে হাতে তুলে না নেয় তবে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে ভারতকে। দারিদ্র কতখানি অসহায়তা ডেকে আনতে পারে তার নজির সংবাদমাধ্যম ইতিমধ্যেই তুলে ধরেছে।

সম্প্রতি কেনিয়ার মোম্বাসা শহরে পেনিনা বাহাতি কিতসা নামক এক বিধবা মহিলার অসহায় অবস্থার চিত্র প্রকাশ্যে আসে। সেখানে দেখা যাচ্ছে কিতসা তার ৮ সন্তানকে খেতে দিতে পারছেন না তাই তাদের মন ভোলানোর জন্য পাথর দিয়ে রান্না করছেন। এই চিত্র প্রকাশ্যে আসার পর গবেষকদের কপালে আশঙ্কার ভাঁজ দেখা দিয়েছে। লকডাউন পরবর্তী ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক পরিকাঠামো নিয়ে যথেষ্ট চিন্তার আভাস দেখিয়েছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!