এখন পড়ছেন
হোম > জাতীয় > রবী ঠাকুরের আসনে বসা নিয়ে বিস্ফোরক অভিযোগ! সংসদে জবাব দিলেন অমিত শাহ!

রবী ঠাকুরের আসনে বসা নিয়ে বিস্ফোরক অভিযোগ! সংসদে জবাব দিলেন অমিত শাহ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপি বাংলার সংস্কৃতি সম্পর্কে অবহিত নয়, এই অভিযোগ তৃণমূল থেকে শুরু করে বামফ্রন্ট এবং কংগ্রেসের মত রাজনৈতিক দলের। এক্ষেত্রে বিজেপির বাংলার ক্ষমতা দখলের জন্য বারবার কেন্দ্রীয় নেতাদের বাংলায় আনলেও, তাদের মুখ থেকে বাংলার মনীষীদের অপমান করার মত বক্তব্য শোনা যায় বলে অভিযোগ একাংশের। কিছুদিন আগেই শান্তিনিকেতনে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে তিনি বসেছিলেন বলে অভিযোগ উঠতে শুরু করে। আর এরপরই সংসদে এই বিষয়টি তুলে ধরেন বহরমপুরের কংগ্রেস সাংসদ লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। যেখানে রবী ঠাকুরের আসনে বসে তাকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে অভিযোগ করেন তিনি। অবশেষে এই বিষয়ে জবাব দিয়ে সেই অধীর রঞ্জন চৌধুরীর দলের পূর্বসূরিদের কথা তুলে ধরে কার্যত কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ।

বলা বাহুল্য, কংগ্রেস সাংসদ তথা লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করে বলেন, “রবীন্দ্রনাথের আসনে বসে তাকে অসম্মান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।” আর তারপরই মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে অধীরবাবুর সেই বক্তব্যের জবাব দেন অমিত শাহ। তিনি বলেন, “গতকাল অধীর চৌধুরী দাবি করেছেন, আমি নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ারে বসে আছি। বিশ্বভারতীর উপাচার্যের চিঠি আমার কাছে রয়েছে। তিনি স্পষ্ট করেছেন, ওইদিন আমি কবিগুরুর চেয়ারে বসিনি। জানালার কাছে একটা চেয়ার ছিল। ওখানে সকলেই বসেন।”

শুধু তাই নয়, অধীরবাবুর বক্তব্যকে খন্ডন করার পাশাপাশি তাঁর দলের প্রাক্তন নেতাদের কথা তুলে ধরে বেশকিছু বিস্ফোরক ছবি প্রকাশ্যে আনেন অমিত শাহ। তিনি বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ওই চেয়ারে বসেছিলেন। আর রাজীব গান্ধী কবিগুরুর সোফায় বসে চা পান করেছিলেন।” অর্থাৎ অধীর রঞ্জন চৌধুরী কবিগুরুর আসনে বসার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেও, তা অস্বীকার করে যেভাবে পাল্টা বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তাতে অধীরবাবু এবং কংগ্রেস নেতৃত্ব যে অনেকটাই চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাংলার বিধানসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এবারে প্রধান লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। সেদিক থেকে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির সঙ্গে লড়াই করতে সমস্ত চেষ্টা দিয়ে নামা হলেও, বাম এবং কংগ্রেস যদি তাদের নিজেদের আসন রাখতে না পারে, তাহলে অনেক আসনেই বিজেপির জয়লাভ করার সম্ভাবনা থেকে যাচ্ছে। সেদিক থেকে তৃণমূল এবং বিজেপিকে কুপোকাত করতেই মাথাচাড়া দিতে শুরু করেছে বাম এবং কংগ্রেস।

আর এই পরিস্থিতিতে গত লোকসভা নির্বাচনে তাদের ভোট বিজেপির দিকে চলে গেলেও, এবার যাতে তা না হয়, তার জন্য এখন থেকেই বিজেপি বিরোধিতায় সরব হতে দেখা যাচ্ছে হাত শিবির এবং কাস্তে-হাতুড়ি শিবিরকে। আর এমতাবস্থায় বাঙালি মননে রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বসেছেন বলে বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। তবে সেই অভিযোগ যে সর্বৈব মিথ্যা তা তুলে ধরে, কংগ্রেসের প্রাক্তন নেতাদের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনে পাল্টা অধীর রঞ্জন চৌধুরীর বিড়ম্বনা বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনা পরম্পরা এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!