এখন পড়ছেন
হোম > রাজ্য > শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার

শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার

শিক্ষকদের বেতনের বর্ধিত বকেয়া নিয়ে পাকাপাকিভাবে সমস্যার সমাধানের জন্য নির্দেশিকা জারি করল শিক্ষা দফতর।নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই সংক্রান্ত কাজ দ্রুত সেরে ফেলতে হবে।কোনোভাবেই তা যেনো ফেলে রাখা না হয়।আর যদি তা না হলে সংশ্লিষ্ট আধিকারিককে কড়া শাস্তির মুখে পড়তে হব।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে 

শিক্ষকদের বর্ধিত বেতনের বকেয়া নিয়ে বারবার সমস্যায় পড়েছে শিক্ষাদফতর এবং বিষয়টি নিয়ে বারবার দ্বারস্থ হয়েছে আদালতের। আগের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষক তাঁর বকেয়া বেতন দাবী করলে ১ বছরের ভিতর সেটা মিটিয়ে নেওয়া যেতো।পরে সেই টাকা পেয়ে যেতো ডিআই অফিস শিক্ষা দফতরের কাছ থেকে।তার বেশি হলে পাঠাতে হতো স্কুল এডুকেশাম ডিরেক্টরেটে।আবার দু বছরের বেশি হলে সে টাকা পাঠাতে হতো স্কুলশিক্ষা দফতরে।কিন্তু সেই ব্যবস্থায় বদল এসেছে।ডিআই অফিস থেকে সেই টাকা এখন আর মিটিয়ে দেওয়া যায় না আর সেই ডিরেক্টরেটকেই পাঠাতে হয়।খুব জলদিই এই সমস্যার সমাধান হয় কিন্তু এখানে সমস্যায় সূত্রপাত হয় আবার।বেশীরভাগ ক্ষেত্রে দেখা যায়,লালফিতে এবং সরকারি কর্মীদের ঠিকঠাক কাজ না করার জন্য তা পেতে অনেকটা দেরি হয়।এমনকি ওই টাকা পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।আর সেই সুযোগে বিষয়টি চলে যায় আদালতের দোরগোড়ায়।পুরো টাকাটা সুদ সমেত ফেরত চাওয়ায় সমস্যার মধ্যে পড়তে হয় স্কুলশিক্ষা দফতরকে।তাই এ সমস্যা থেকে নিস্তার পেতেই কড়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!