এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনেই প্রার্থী ঠিক করে ফেললেন মমতা! জানুন বিস্তারিত

BIG BREAKING – বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনেই প্রার্থী ঠিক করে ফেললেন মমতা! জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর এক বছরের মধ্যেই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে বিজেপি একলাফে ২ থেকে ১৮ আসনে পৌঁছে যেতেই – রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস বাংলা দখলের হ্যাটট্রিক করবে নাকি দিলীপ ঘোষের নেতৃত্বে বাজিমাত করবে গেরুয়া শিবির। অন্যদিকে, আবারো হাত ধরাধরি করে নতুন করে জোট গড়েছে বামফ্রন্ট-কংগ্রেস।

তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনে মূল লড়াইটা হতে চলেছে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টির মধ্যে। এই অবস্থায়, তৃণমূলে ভাঙন নিয়ে তীব্র জল্পনা ছড়িয়েছিল। এর মূলত দুটি কারণ ছিল – এক, বিজেপি নেতারা উঠতে-বসতে দাবি করছেন শাসকদলের বহু বিধায়ক নাকি তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন জার্সি বদলের আর্জি নিয়ে। আগামী দিনে, বড় সংখ্যায় তৃণমূল বিধায়করা নাকি বিজেপিতে যোগদান করতে চলেছেন।

এর পাশাপাশিই, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হওয়ার পর দলের রণনীতিকার হিসাবে প্রশান্ত কিশোরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই টীম পিকে জানিয়েছে, বহু তৃণমূল নেতার দুর্নীতির কারণেই লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি হয়েছে – বলে জল্পনা রাজনৈতিক মহলে। ফলে, একই সঙ্গে জল্পনা ছড়াচ্ছিল, তৃণমূলের শুদ্ধিকরণ হবে। আর যেসব বিধায়কের দিকে দুর্নীতির অভিযোগের আঙ্গুল উঠেছে – তাঁরা হয়ত আর টিকিট পাবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা আবহে কিভাবে তৃণমূলের বার্ষিক সমাবেশ ২১ শে জুলাইয়ের শহীদ দিবস পালন হবে – সেই সংক্রান্ত আলোচনা করার জন্য আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মেগা বৈঠকে বসেন। আর সেখানেই তিনি কার্যত নিশ্চিত করে দেন – একুশের কঠিন নির্বাচনে তৃণমূলের টিকিট কারা পেতে চলেছেন। আজ তৃণমূল নেত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিধায়করা সকলে আগামী বছর ভোটে লড়াইয়ের টিকিট পাবেন। একই সঙ্গে তিনি জানান, অন্য কোনও সংরক্ষণ না থাকলে, প্রত্যেকে নিজের নিজের কেন্দ্র থেকেই দাঁড়াতে পারবেন।

অর্থাৎ, তৃণমূল নেত্রীর আজকের ঘোষণার পর কার্যত নিশ্চিত, তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা ২০১৬ সালের সমস্ত বিধায়কই টিকিট পেতে চলেছেন। একইসঙ্গে, যাঁরা পরবর্তীকালে দলবদল করে ঘাসফুল শিবিরে যোগদান করেছেন তাঁরাও নিজ নিজ কেন্দ্রে তৃণমূলের টিকিট পাবেন। তবে, দলনেত্রীর এদিন রায়দিঘি কেন্দ্র নিয়ে, যা ইঙ্গিত দিলেন তাতে হয়ত সেখানে প্রার্থী বদল হতে পারে। ওই আসনের জন্য এদিন দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীকে তিনি বলেন, বিধায়ক দেবশ্রী রায়কে নিয়ে ভেবেচিন্তে প্রাথমিক সিদ্ধান্ত জানাতে। সব মিলিয়ে, এদিনের বৈঠকের পর, কার্যত তৃণমূল কংগ্রেসের অন্দরে নির্বাচনের দামামা বেজে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!