এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতার হিসেবে উল্টে দিয়ে ২০১৯-এ ‘কিং-মেকার’ হতে চান আরেক দাপুটে নেতা

মমতার হিসেবে উল্টে দিয়ে ২০১৯-এ ‘কিং-মেকার’ হতে চান আরেক দাপুটে নেতা


এবার অবিজেপি – অকংগ্রেসী ফেডারেল ফ্রন্টের কথা বললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। উল্লেখ্য আগামী ৩০ শে এপ্রিল তিরুপতিতে তেলুগু দেশম পার্টি (‌টিডিপি)‌-র জনসভা। এখনই তেলেগু দেশম পার্টি সুপ্রিমো চন্দ্রবাবু বললেন, “আগামী ভোটে বিজেপি-ওয়াইএস আর কংগ্রেস একজোট হয়ে লড়লেও, অবাক হওয়ার কিছু নেই।” তৃতীয় ফ্রন্টের সম্ভবনার ভবিষ্যত কী হতে পারে উল্লেখ্য করে তিনি বললেন, ”ক্ষমতার কেন্দ্রীকরণ মোটেই ভাল নয়। কেউ যখন ইন্দিরা গান্ধীকে চ্যালেঞ্জ করার সাহস দেখাত না, তখন এনটিআর এগিয়েছিলেন। তেমন বাইরে থেকে কংগ্রেসের সমর্থন নিয়ে আমরাই প্রথম তৃতীয় ফ্রন্ট গড়েছিলাম।’‌’

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন তিনি আরোও বললেন লোকসভা ভোটে ২৫টি আসন নিজেদের ঝুলিতে থাকলে প্রধানমন্ত্রী নির্বাচনে তাদের উল্লেখযোগ্য ভূমিকা থাকবে বলে ইঙ্গিত করলেন। বিজেপি-ওয়াইএসআর সম্পর্ক নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘‌হিসেব সহজ। নেতাদের কথাতেই তাদের বোঝাপড়া স্পষ্ট। আমরা সোজাসাপটা কথা বলি। রাজ্যের সঙ্গে অন্যায় হলে তা নিয়ে প্রশ্ন তুলি। তাই বিজেপি আর টিডিপির সঙ্গে জোট রাখতেই চায়নি। ওয়াইএসআর সেদিক থেকে অনেক নিরাপদ। দলের নেতাও আইনি জালে জড়িয়ে। তারা বিজেপি-‌র ইচ্ছায় চলবে।’‌’ এদিন বিজেপি-ওয়াইএসআর সম্পর্ক নিয়ে বিদ্রুপ করে তিনি বললেন, ”‌হিসেব সহজ। নেতাদের কথাতেই তাদের বোঝাপড়া স্পষ্ট। আমরা সোজাসাপটা কথা বলি। রাজ্যের সঙ্গে অন্যায় হলে তা নিয়ে প্রশ্ন তুলি। তাই বিজেপি আর টিডিপির সঙ্গে জোট রাখতেই চায়নি। ওয়াইএসআর সেদিক থেকে অনেক নিরাপদ। দলের নেতাও আইনি জালে জড়িয়ে। তারা বিজেপি-‌র ইচ্ছায় চলবে।”‌ এদিকে যুক্ত ফ্রন্টের পক্ষে দাবি জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেছেন কে চন্দ্রশেখর রাও।জানা গেছে তিনি জনতা দল সেকুলার-এর সভাপতি এইচ ডি দেবগৌড়ার সঙ্গে দেখা করেছেন। এমনকি আগামী মাসে তিনি ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করবেন বলেও খবর মিলেছে। উল্লেখ্য শুক্রবার হায়দরাবাদে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (‌টিআরএস)‌ এর সভাপতি দলের প্লেনারি বৈঠকে তিনি বিজেপি,কংগ্রেসের সমালোচনা করে ফেডারেল ফ্রন্টের প্রয়োজনীয়তার কথা বলেছেন।‌‌‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!