এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে অন্যায়ের প্রতিবাদ করলে তৃণমূলের-দুষ্কৃতী বলে দাগিয়ে দিচ্ছে!

বিজেপি গণতন্ত্র বাঁচানোর কথা বলে অন্যায়ের প্রতিবাদ করলে তৃণমূলের-দুষ্কৃতী বলে দাগিয়ে দিচ্ছে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতেই জমে উঠেছে রাজ্য রাজনীতি। বিভিন্ন বিষয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল ওঠাতে শুরু করেছেন শাসক থেকে বিরোধী নেতারা। সম্প্রতি ট্রেনে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর বাড়ির সামনে ধর্নায় বসেন বেশ কিছু স্থানীয় যুবক। আর তাকে কেন্দ্র করেই তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূলের যোগ বলে দাবি করা হয়েছে। যা নিয়ে আরও উত্তপ্ত হয়েছে এলাকা।

জানা গেছে, পুরুলিয়ার জয়পুর পঞ্চায়েতের বালি গ্রামের দিলদার আনসারী কেরলের একটি কারখানায় কাজ করতেন। সম্প্রতি শ্রমিক স্পেশাল ট্রেনে করে ফিরলে তার 18 দিনের শিশু কন্যার মৃত্যু হয়। এরপর রেলের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। পরবর্তীতে এই পরিবারটিকে ভুল বুঝিয়ে একটি বয়ানে সই করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। আর এই ঘটনার পরেই বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর নীরবতা নিয়ে প্রশ্ন দলের স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, শুক্রবার বিকেলে সাংসদের বাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতেও দেখা যায় একাংশ যুবককে।

অনেকেই বলেন, বিজেপি সাংসদের বাড়ির সামনে এদিন যে সমস্ত যুবক প্রতিবাদে সামিল হয়েছিলেন, তাঁরা গত লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন। কিন্তু বিজেপি সাংসদের এই নীরবতা নিয়ে এবার তারা সরব হতে শুরু করেছেন। যার ফলে চাপে পড়েছে গেরুয়া শিবির। যদিও বা বিজেপির পক্ষ থেকে এই গোটা ঘটনায় তৃণমূলের চক্রান্ত বলে দাবি করাতেই এখন সেই সমস্ত বিক্ষোভকারীরা আরও সরব হতে শুরু করেছেন।

এদিন এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “ভোটে নেতাদের সঙ্গে অনেকেই ঘোরে। তাতেই তারা বিজেপির লোক হয়ে যান না। আমরা এখনও মনে করি, তৃণমূল এই ব্যাপারে কলকাঠি নেড়েছে।” যদিও বা বিক্ষোভকারীদের মধ্যে অন্যতম তুষার অগস্তি বলেন, “গত লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছি। সাংসদকে জেতানোর জন্য গ্রামে গ্রামে ঘুরেছি। তৃণমূল সেখানে পাঠায়নি। বিজেপি গণতন্ত্রের কথা বলে। এদিকে অন্যায়ের প্রতিবাদ করায় আমাদের তৃণমূলের দুষ্কৃতী বলে দাগিয়ে দিচ্ছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভকারীদের তৃণমূলের বলে দাবি করা হলে, পাল্টা সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সহ-সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “যতদূর জানি যারা কাল সাংসদের বাড়ির সামনে প্রতীকী প্রতিবাদে অংশ নিয়েছিলেন, তারা কিছুদিন আগে পর্যন্ত বিজেপির ছিলেন। এই ঘটনার পরেও তাদের মনে হয়েছে, প্রতিবাদ করাটা দরকার। তাই সরব হয়েছেন। বিজেপি এখন সবেতেই তৃণমূলের ভূত দেখছে।”

বিশেষজ্ঞরা বলছেন, বিক্ষোভকারীদের গায়ে যেভাবে তৃণমূলের লোক বলে তকমা সেঁটে দেওয়া হল, তাতে বিজেপি নেতাদের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে শুরু করেছে। কেননা প্রত্যেকেই দেখেছেন যে, যারা এখন বিজেপি সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ করছেন, তারা বিগত লোকসভা নির্বাচনে সেই বিজেপি সাংসদকে জেতাতে পরিশ্রম করেছেন। ফলে সুবিচার পাওয়ার জন্য এই সমস্ত যুবকরা বিজেপি সাংসদের বাড়ির সামনে প্রতিবাদ করতেই যেভাবে তাদের তৃণমূলের দুষ্কৃতী বলে দাবি করল গেরুয়া শিবির, তাতে বিজেপির এই আচরণ নিয়ে এখন জনমানসে ব্যাপক প্রশ্ন উঠে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!