এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ আর বিজেপি নয়, মহাজোটে কি সিপিআইএম আর তৃণমূল পাশাপাশি? মমতার সুরে সুর মেলালেন সিপিআইএম নেতা

২০১৯ এ আর বিজেপি নয়, মহাজোটে কি সিপিআইএম আর তৃণমূল পাশাপাশি? মমতার সুরে সুর মেলালেন সিপিআইএম নেতা

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে কংগ্রেসের ভালো পারফরমেন্সের পর রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ অবিজেপি রাজনৈতিকমহল। এমনকি কংগ্রেসের এই নজরকাড়া সাফল্যের পর লোকসভা ভোটকে টার্গেট করে তৈরি হওয়া বিজেপি বিরোধী মহাজোটে আরো শক্তি সঞ্চয় হল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই প্রেক্ষিতে বিরোধী জোট ১৯’এর নির্বাচনে জয়ী হলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়েও দফায় দফায় চর্চা শুরু হয়েছে।

সেই চর্চায় আরো একটু গতি দান করে সম্প্রতি বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন ডিএমকে প্রেসিডেন্ট এমকে স্তালিন। তাঁর মতে,রাহুলই প্রধানমন্ত্রীর কুর্সির যোগ্য হকদার। মোদী সরকারকে হটাতে হলে রাহুলেই কেন্দ্রের ক্ষমতায় আনতে হবে এমনটাই জানালেন তামিলনাড়ুর এই ডিএমকে নেতা।

তবে এ ব্যাপারে এখনি কিছু নিশ্চিত করা ঠিক হবে না বলেই মন্তব্যে জানালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সাফ কথায় ইয়েচুরি জানালেন,নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার অবশ্যই রয়েছে স্তালিনের। তবে তাঁর কথায় এখনই তিনি ভরসা পাচ্ছেন না বলেই জানালেন তিনি। তাঁর মতামত, ১৯’এর লোকসভা ভোট মিটে গেলেই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবে বিরোধীরা।

অন্যদিকে,চন্দ্রবাবু নাইডুর ডাকে দিল্লিতে হওয়া বিজেপি বিরোধী মহাজোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সিপিএমের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান,বিজেপি বিরোধী অবস্থানের কারণে মহাজোটের আলোচনা সভায় বামফ্রন্টকে তৃণমূলের পাশে দেখা গিয়েছে। উদ্দেশ্য ছিল বিজেপি বিরোধী ভোট যাতে ছড়িয়ে না যায় সে ব্যাপারে একটি সিদ্ধান্তে আসা। জোট তৈরির বৈঠক সেটি ছিল না বলেও পরিষ্কার জানিয়ে দিলেন তিনি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এটাও জানিয়ে দিলেন বাংলার রাজনৈতিক ময়দানে সিপিএম সবসময় তৃনমূলের বিপক্ষেই থাকবে। সিপিএম-তৃণমূল সমঝোতায় আসা কখনোই সম্ভব নয়। বাংলায় মমতা বিরোধীতার সুর অব্যাহত থাকবে বামেদের। কারণ সিপিএমের একটাই শ্লোগান-‘মমতা হটাও বাংলা বাঁচাও ও মোদী হটাও দেশ বাঁচাও’। এই নীতির বিরুদ্ধে সিপিএমকে কখনোই পাওয়া যাবে না। এমনটাই সাফ কথায় জানিয়ে দিলেন ইয়েচুরি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!