এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নারী শিশুদের অধিকার বঞ্চিত, বড়সড় দাবি নিয়ে আন্দোলনে বিজেপি ! জেনে নিন !

নারী শিশুদের অধিকার বঞ্চিত, বড়সড় দাবি নিয়ে আন্দোলনে বিজেপি ! জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রামপুরহাটের ঘটনা থেকে শুরু করে রাজ্যে একের পর এক ঘটে চলা ঘটনা প্রমাণ দিচ্ছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। বর্তমানে এই অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের কাছে নানা অভিযোগ জানাতে শুরু করেছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে এবার নারী এবং শিশুদের অধিকার বঞ্চিত, এই অভিযোগ তুলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যাকে কেন্দ্র করে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন বিজেপিতে রাজ্য দপ্তরে একটি সাংবাদিক বৈঠক করেন মালদার বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। যেখানে তিনি বলেন, “রাজ্যে মহিলা এবং শিশুরা সুরক্ষিত নয়। রাজ্যের মহিলা এবং শিশুরা যে সুরক্ষিত নয়, এই দাবি আমরা বারবার বিধানসভায় তুলে ধরেছি। রামপুরহাটে ঘটনা ঘটেছে, বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায় একবারের জন্যও ঘটনাস্থলে যাননি। বসিরহাটে 22 বছরের মেয়ে হত্যা হয়েছে। একবারও সেখানে নুসরাত জাহান যাননি। আমাদের রাজ্যে নির্ভয়ার ছায়া দেখতে পাচ্ছি। অবিলম্বে যদি মুখ্যমন্ত্রী এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে ভারতীয় জনতা পার্টি আন্দোলনে নামবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপি বিধায়কের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এমনিতেই রামপুরহাট নিয়ে বর্তমানে বিজেপি শাসক শিবিরকে চাপে রাখতে শুরু করেছে। আর তার মধ্যে আন্দোলনের কথা বলে রাজ্য প্রশাসনকে আরও চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন এই বিজেপি নেত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!