এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > হিজাব পড়া ও কৃষক আত্মহত্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র অস্বস্তিতে ফেলে দিলেন বিমান বসু

হিজাব পড়া ও কৃষক আত্মহত্যা নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র অস্বস্তিতে ফেলে দিলেন বিমান বসু


বর্ধমান টাউন হলে সিপিআইএমের জেলা সম্মেলনে উপস্থিত হয়ে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু একযোগে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমন করেন। এরপর এক প্রকাশ্য সভায় তিনি একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিজেপি ও বাংলার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যা উভয় দলকেই অস্বস্তিতে ফেলে দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিমানবাবু প্রশ্ন করেন –

১. সাধারণ মানুষকে নিয়ে চিন্তা নেই, কেন্দ্রীয় সরকারের যত মাথাব্যথা গোরক্ষা নিয়ে
২. গোরক্ষা করুন, কিন্তু মানুষকে বাদ দিয়ে গোরুকে রক্ষা করলে এই মানবভূমি তো ধ্বংস হয়ে যাবে
৩. বিজেপি ঠিক করে দিচ্ছে কে কী খাবে, কে কী পরবে
৪. তাদের সঙ্গে প্রতিযোগিতা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিভাজন রেখে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন
৫. আচ্ছা ব্যানার্জি পরিবার কি হিজাব পরতে পারে?
৬. আমি নিজে মৌলানা আজাদ কলেজের ছাত্র। আমি বন্ধুদের জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁরে হিজাব পরা যায়?
৭. কোনও হিন্দু ঘরের ছেলে বা মেয়ে হিজাব পরতে পারে? উত্তর পেয়েছি ‘না’
৮. হিজাব পরার অধিকার না থাকলে আপনি কেন পরেছেন? জবাব কে দেবে?
৯. রামকৃষ্ণ পরমহংস দেব বলেছিলেন টাকা মাটি, মাটি টাকা
১০. এখন তো দেখছি মাটি উৎসবের নামে সব টাকা তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীরা পকেটে ভরছেন
১১. মুখ্যমন্ত্রী বলেছেন দেশের মধ্যে সবচেয়ে সুখে আছেন আমাদের রাজ্যের কৃষকরা
১২. এ রাজ্যে প্রায় ১২৯ জন কৃষক ও খেতমজুর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন
১৩. তারা কি সখ করে আত্মহত্যা করেছেন?
১৪. আসলে চড়া সুদে ঋণ নিয়ে সেই টাকা শোধ করতে না পেরে কৃষকরা আত্মহত্যা করছেন
১৫. আর রাজ্যে উৎসব চলছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!