এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > শর্ত স্বাপেক্ষে আবার শুরু হতে চলেছে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা

শর্ত স্বাপেক্ষে আবার শুরু হতে চলেছে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিশ্বজুড়ে করোনা সংক্রমনের আতঙ্কের মধ্যেই করোনার নতুন স্টেন পাওয়া যায় বৃটেনে। করোনার এই নতুন স্টেন অন্যান্য স্টেনের তুলনায় অনেক বেশি ভয়াবহ। যা ৭০% দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এর চিকিৎসাও যথেষ্ট জটিল। এই পরিস্থিতিতে পৃথিবীর বহু দেশ ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করে দেয়। গত ২৩ সে ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে বৃটেনের বিমান পরিষেবা বন্ধ করে দেয়া হয়।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবার বৃটেনের সঙ্গে বিমান পরিষেবা চালু সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিংহ পুরী ঘোষণা করেছেন যে, আগামী ৮ ই জানুয়ারি থেকে আবার ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা চালু হতে চলেছে। তবে বেশ কিছু শর্ত মেনে চলবে বিমান পরিষেবা। বিমানযাত্রীদের যেমন একাধিক শর্ত পালন করতে হবে, তেমনি বিমান পরিবহন সংস্থা গুলিকেও জানানো হয়েছে প্রতিটি সংস্থা সপ্তাহে সর্বাধিক ১৫ টি বিমান চালাতে পারবে ভারত ও ব্রিটেনের মধ্যে।

কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২৩ সে জানুয়ারি পর্যন্ত দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দরাবাদ থেকে ভারত ও ব্রিটেনের বিমান চলাচল করতে পারবে। বিমান পরিবহন সংস্থা গুলিকে যেমন সর্বোচ্চ বিমান সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে তেমনি বিমান যাত্রীদেরও বেশ কিছু শর্ত বা নিয়ম মেনে চলতে হবে। বিমান যাত্রীদের জন্য বহু শর্ত আরোপ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এ বিষয়ে এক বিশেষ নির্দেশিকা জারি করে সেখানে জানানো হয়েছে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমতঃ, সংশ্লিষ্ট বিমান সংস্থা কে নিশ্চিত করতে হবে যে বিমানযাত্রী করোনামুক্ত । নিজেদের করোনার নেগেটিভ রিপোর্ট পেশ করতে হবে সকল বিমান যাত্রীকে। দ্বিতীয়তঃ ব্রিটেন থেকে বিমান ভারতে পৌঁছানোর পর সকল যাত্রীকে বাধ্যতামূলকভাবে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে।

তৃতীয়তঃ, করোনা পরীক্ষার রিপোর্ট যদি নেগেটিভ আসে তবুও বাধ্যতামূলকভাবে ১৪ দিন থাকতে হবে কোয়ারান্টিনে। চতুর্থতঃ, সকল বিমান যাত্রীকে তাঁদের আগের ১৪ দিনের ভ্রমণ ইতিহাস দাখিল করতে হবে।

পঞ্চমতঃ, আগামী ৮ ই জানুয়ারি থেকে ৩০ সে জানুয়ারি সময় পর্যন্ত যারা বিমানে ব্রিটেন থেকে ভারতে আসবেন, তাদের সকলকে বাধ্যতামূলকভাবে সেল্ফ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বিমানযাত্রার ৭২ ঘন্টা পূর্বে এই ফর্ম পূরণ করে তা সংশ্লিষ্ট বিমানবন্দরের অনলাইন পোর্টালে বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে।

ষষ্ঠতঃ, কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ আগামী ৩০ সে জানুয়ারি রাত পর্যন্ত বলবৎ রাখা হবে। এভাবেই শর্তসাপেক্ষে বৃটেনের সঙ্গে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এদিকে, করোনার নতুন স্টেনে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে দেশে। ফলে কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্যমন্ত্রকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!