এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > কলকাতার অদূরেই করোনা আক্রান্ত আরও এক হেভিওয়েট বিধায়ক! ক্রমশ আতঙ্ক বাড়ছে রাজনৈতিক মহলে!

কলকাতার অদূরেই করোনা আক্রান্ত আরও এক হেভিওয়েট বিধায়ক! ক্রমশ আতঙ্ক বাড়ছে রাজনৈতিক মহলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি ব্যাপক সুরক্ষা বিধি থাকা সত্ত্বেও, এই ভয়াবহ মারণ রোগ গ্রাস করছে রাজ্যের হেভিওয়েট জনপ্রতিনিধিদের। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শাসক থেকে বিরোধী বিভিন্ন দলের নেতা থেকে জনপ্রতিনিধিরা। এবার ভয়াবহ এই মারন ভাইরাসে আক্রান্ত হলেন কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায়। জানা গেছে, গত রবিবার থেকেই তার জ্বর আসতে শুরু করে। টানা কয়েক দিন জ্বর থাকার পর চিকিৎসকদের পরামর্শে করোনা পরীক্ষা করান তিনি।

আর এরপরই শনিবার তার রিপোর্ট পজেটিভ আসার পর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এই বাম বিধায়ক। স্বভাবতই এই ঘটনায় এবার বামেদের অন্দরমহলে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিপিএমের অশোক ভট্টাচার্য, ফুয়াদ শ্যামল, শ্যামল চক্রবর্তীর মত হেভিওয়েট নেতারা। তবে অনেকে সুস্থ হয়ে গেলেও, শ্যামলবাবুর মত বর্ষিয়ান নেতা পরলোকগমন করেছেন।

স্বাভাবিকভাবেই সিপিএমের অন্দরে এখন শোকের ছায়া। আর এই পরিস্থিতিতে আরও এক বিধায়ক যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন, তাতে চিন্তা বাড়ছে দলের অন্দরে। বস্তুত, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শাসকদলের অনেক হেভিওয়েট নেতা থেকে মন্ত্রীরাও। এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে না পেরে শেষ পর্যন্ত ইহজগত ছেড়ে বিদায় নিতে হয়েছে তমোনাশ ঘোষের মত বিধায়ককে। কিন্তু তারপরে বহু সচেতনতা পালন করা সত্ত্বেও একের পর এক জনপ্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন এই মারণ রোগে।

আর এবার কামারহাটির বাম বিধায়ক মানস মুখোপাধ্যায়কেও গ্রাস করল করোনা ভাইরাস। জানা গেছে, বর্তমানে মানসবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তাঁর জন্য এবার প্রার্থনা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে। কিন্তু একের পর এক নেতা থেকে জনপ্রতিনিধিরা যেভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন এবং তারা যদি মানুষের সংস্পর্শে আসেন, তাহলে সেই ভাইরাসে অনেকেই সংক্রমিত হয়ে পড়বে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে বাংলায় করোনা ভাইরাসের এই বাড়বাড়ন্ত এখন চিন্তা বাড়াচ্ছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!