এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ তৃণমূলের ঘরে, বড়সড় চাপের মুখে নেত্রী

নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ তৃণমূলের ঘরে, বড়সড় চাপের মুখে নেত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নতুন বছরের শুরুটাও তৃণমূলের জন্য মোটেই ভাল হলনা। এমনিতেই তৃণমূল শিবিরে বর্তমানে চলছে প্রবল ডামাডোল। ভাঙনের রাজনীতির হাত ধরে একের পর এক তৃণমূল নেতা, বিধায়ক, সাংসদরা বেরিয়ে যাচ্ছেন তৃণমূল ছেড়ে। শাসকদল তৃণমূল এই মুহূর্তে একাধারে গোষ্ঠীদ্বন্দ্ব, একাধারে ভাঙন রুখতে জেরবার হয়ে চলেছে। এই অবস্থায় আবারও দুঃসংবাদ তৃণমূলের ঘরে। জানা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের কর্মসঙ্গী মানিক মজুমদার শনিবার প্রয়াত হলেন।

এই ঘটনা ব্যাপকভাবে ধাক্কা দিয়েছে তৃণমূল শিবিরে। ফলস্বরূপ, আজ তৃণমূলের যাবতীয় রাজ্য এবং জেলার দলীয় কর্মসূচি বাতিল করা হয়েছে। কালীঘাট নিবাসী মানিক মজুমদার ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এবং প্রাক্তন আপ্তসহায়ক। কিছুদিন আগেই তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি আজ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 78 বছর।

মানিক মজুমদারের মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই শোকস্তব্ধ হয়ে পড়ে তৃণমূল ভবন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে মানিক মজুমদারের স্মৃতিচারণ করে শোক বার্তা দেন। 1980 সাল থেকে মানিক মজুমদারের সম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে। 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে প্রথম সাংসদ হন, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন এই মানিক মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি 2004 সালে যখন লোকসভা নির্বাচনে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ হিসেবে জয়লাভ করেছিলেন, সেই সময়েও তাঁর রাজনৈতিক আপ্তসহায়ক হিসেবে পাশে ছিলেন মানিক মজুমদার। দীর্ঘসময় ধরেই কালীঘাটের তৃণমূল অফিসের দেখভালের দায়িত্ব নেন মানিক। এরপর থেকে এমন একটি দিন যায়নি, যেদিন মানিক মজুমদার সকাল থেকে রাত পর্যন্ত তৃণমূলের দপ্তরে কাজ করেননি। সূত্রের খবর, মানিক মজুমদার অত্যন্ত কর্মনিপুণ ছিলেন, দক্ষ ছিলেন তাঁর কাজে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাড়ির সাথে লাগোয়া দপ্তরটি সামলাতেন মানিক মজুমদার।

মুখ্যমন্ত্রীর পাশাপাশি সাতগাছিয়ার বিধায়ক তথা রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহও মানিক মজুমদারের মৃত্যুতে অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন। মানিক মজুমদারের মৃত্যুতে তৃণমূল ভবনের দৈনিক সাংবাদিক বৈঠক আজ বাতিল করা হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, একুশের বিধানসভা নির্বাচন আরেকটি কঠিন লড়াই হতে চলেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই অবস্থায় তাঁর সমস্ত কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন যিনি সেই মানিক মজুমদারের মৃত্যু অবশ্যই নেত্রীকে বড়সড় চাপের মুখে ফেলল।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!