এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বন্দনায় ঘাসফুলের সাংসদ, কোনঠাসা হয়ে চোখে সর্ষেফুল দেখছে তৃণমূল!

মোদী বন্দনায় ঘাসফুলের সাংসদ, কোনঠাসা হয়ে চোখে সর্ষেফুল দেখছে তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তিনি যে বিজেপিতে যোগদান করছেন, সেই ঘোষণা করে দিয়েছেন অর্জুন সিংহ। কিন্তু পরোতে পরোতে বিজেপিতে যাওয়ার আগে চমক দিয়ে এবং তৃণমূলের যন্ত্রনা বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই দিল্লি পৌঁছে গিয়েছেন অর্জুন সিংহ। জানা যাচ্ছে, আর কিছু সময়ের অপেক্ষা। তারপরেই তিনি আবার গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে দেবেন। মূলত, তৃণমূলের পক্ষ থেকে এবার তাকে টিকিট দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলেও, শেষ পর্যন্ত দেওয়া হয়নি। আর সেই কারণেই দলের বিরুদ্ধে অভিমানী হয়ে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যুক্ত হওয়ার ঘোষণা করেছেন অর্জুনবাবু।

আজকেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তার হাতে পতাকা তুলে দেওয়া হবে বলে খবর। তবে তার আগে এক্স হ্যান্ডেলে একটি বিস্ফোরক পোস্ট করলেন সেই অর্জুন সিংহ। এমনিতেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যু নিয়ে চাপে রয়েছে। আর তার মধ্যে অর্জুন সিংহের বিজেপিতে যোগদানের আগে এই ভয়ংকর পোস্ট তৃণমূলের যন্ত্রণা আরও বাড়িয়ে দিল। তাদের মনে আতঙ্কের সৃষ্টি করলো, যেভাবে তারা যে লক্ষ্যমাত্রা নিয়েছে আসন দখল করার, তার ধারে কাছেও যেতে পারবে তো? কিন্তু কেন এমন কথা বলা হচ্ছে! কি পোস্ট করেছেন অর্জুন সিংহ?

সূত্রের খবর, এদিন বিজেপিতে যোগ দেওয়ার আগে এক্স হ্যান্ডেলে অর্জুন সিংহ একটি পোস্ট করেন। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্টারের ওপরে লেখা রয়েছে, “মনে সবার, মোদী আবার।” এখন অনেকে বলতেই পারেন যে, এটা আবার নতুন কি? অর্জুন সিংহ বিজেপিতে যোগ দিচ্ছেন, তার আগে মোদী বন্দনা করছেন। কিন্তু না, এর পেছনে তৃণমূলের ভয় পাওয়ার মত যথেষ্ট কারণ রয়েছে। তৃণমূল যে ব্যারাকপুর নিয়ে এত উৎসাহী, তাদের নেত্রী যে বড় বড় গলায় বলেছেন যে, পার্থ ভৌমিক ভালো ছেলে, সেই তৃণমূলের জামানত জব্দ করার জন্য যদি সেখানে বিজেপিতে যোগ দেওয়া অর্জুন সিংহকে আবার গেরুয়া শিবির প্রার্থী করে, তাহলে কিন্তু তৃণমূলের এই আসন জয়লাভ করা যথেষ্ট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। গতবারের মতো এখানেও তৃণমূল প্রার্থীকে হারিয়ে দলবদল করার পরেও শেষ পর্যন্ত অর্জুন সিংহ শেষ হাসি হাসতে পারেন। তাই স্বাভাবিকভাবেই বিজেপিতে যোগদানের আগে মোদী বন্দনায় তার এই পোস্ট স্পষ্ট করে দিচ্ছে যে, অর্জুন সিংহই আবার এই ব্যারাকপুরে বিজেপির প্রার্থী হতে চলেছেন। যদিও বা সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। এখনও পর্যন্ত এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কে প্রার্থী হবে, সেই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

পর্যবেক্ষকদের মতে, অর্জুন সিংহ এর আগেও ২০১৯ সালে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যুক্ত হয়েছিলেন। বিজেপিতে দীর্ঘদিন ছিলেন সাংসদ হিসেবে। কিন্তু তারপর তিনি দলবদল করে আবার তৃণমূলে এসেছিলেন। তবে তার এই দলবদল করে তৃণমূলে আসা যে ঠিক হয়নি, এটা তিনি এখন উপলব্ধি করতে পেরেছেন। আর বিজেপি তাকে গ্রহণ করছে, তার পেছনে একটা বড় কারণ, অনেকেই দলবদল করেছেন। কিন্তু দলবদল করার পর তারা বিজেপিকে এবং বিজেপি কর্মীদেরকে যথেষ্ট আক্রমণ করেছিলেন। কিন্তু অর্জুন সিংহ সেই পথে পা বাড়াননি। কেউ বলতে পারবে না যে, ব্যারাকপুর এলাকায় বিজেপি কর্মীরা এই অর্জুন সিংহের জন্য রাজনীতি করতে পারেননি! তাই তৃণমূল যখন পার্থ ভৌমিককে পার্থী করে অর্জুন সিংহকে ব্যাকফুটে ফেলে দিয়েছে, তখন সেই অর্জুন সিংহ বদলা নিতে বিজেপিতে যুক্ত হয়ে তৃণমূলের ঘুম কেড়ে নেওয়ার প্রতিজ্ঞা করেছেন। আর এটাই পোস্টারের মধ্যে দিয়ে মোদী বন্দনা করে ভবিষ্যতের লড়াই যে আরও কঠিন হবে তৃণমূলের পক্ষে, তার আভাস দিলেন অর্জুন সিংহ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!