এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্ব সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, এবার ভাবমূর্তি স্বচ্ছ করতে মাঠে নামছে বিজেপির হেভিওয়েটরা

নাগরিকত্ব সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে, এবার ভাবমূর্তি স্বচ্ছ করতে মাঠে নামছে বিজেপির হেভিওয়েটরা


 

নাগরিকত্ব সংশোধনীর সমর্থনে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। এই আইন লাগু হওয়ার পর থেকেই তার চরম বিরোধিতা করা শুরু করেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রচার যাতে বেশিদূর যেতে না পারে, তার জন্য তাকে প্রতিহত করতে ময়দানে নামছে ভারতীয় জনতা পার্টি। আর তাই এবার উত্তর দিনাজপুর জেলায় এই নাগরিকত্ব আইনের সমর্থনে এক ঝাঁক বিজেপি নেতৃত্ব ময়দানে নামতে চলেছে।

সূত্রের খবর, আগামী 25 শে জানুয়ারি ডালখোলায় রোড শো করবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর কিছুদিন পরেই ইসলামপুরে আসার কথা রয়েছে বিজেপি নেতা মুকুল রায়ের। যার মূল কারণ এবং উদ্দেশ্য হল, নাগরিকত্ব আইনের সমর্থনে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া। অর্থাৎ একদিকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, আর অন্যদিকে বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়, উত্তর দিনাজপুর জেলায় এসে নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার করে নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ করতে চাইছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

কেননা লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিজেপি দখল করলেও, সদ্য সমাপ্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে পরাজিত হতে হয়েছে। যার মূল কারণ হিসেবে দায়ী করা হয়েছে এনআরসিকে। আর এবার আগামী পৌরসভা এবং বিধানসভায় এই এনআরসি যাতে কাটা হয়ে না দাঁড়ায়, তার জন্য বিজেপির হেভিওয়েট নেতারা উত্তর দিনাজপুর জেলায় এসে প্রচার করতে চাইছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিত লাহিড়ী বলেন, “25 জানুয়ারি ডালখোলায় বিজেপির মিছিল আছে। এই কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন। পরবর্তীতে ইসলামপুর এবং ডালখোলা শহর মণ্ডল কমিটির সঙ্গে তিনি বৈঠক করবেন। পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে। এরপর মুকুল রায় আসবেন। কিন্তু তিনি কবে আসবেন, তা এখনও ঠিক হয়নি।”

অন্যদিকে এই ব্যাপারে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরজিত সেন বলেন, “নাগরিকত্ব সংশোধনী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মানুষকে ভুল বুঝিয়েছে। আমরা এই আইনের সমর্থনে প্রচার শুরু করেছি। এটা নিয়ে ভয়ের কিছু নেই। নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। 25 শে জানুয়ারি রাজ্য সভাপতি ডালখোলায় মিছিল করবেন। পরে ইসলামপুরে মুকুল রায় আসবেন।” তবে যে যাই বলুন না কেন, উত্তর দিনাজপুর জেলায় বিজেপি এই নাগরিকত্ব আইনের সমর্থনে যেভাবে তাদের হেভিওয়েট নেতাদের নিয়ে ময়দানে নামছে, তাতে বিরোধী দলের নাগরিকত্ব আইন বিরোধী প্রচার অনেকটাই যে ব্যাকফুটে পড়ে যাবে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞদের একাংশ। এখন গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!