এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভার আগে বিশাল সমস্যায় বিজেপি? মুখ্যমন্ত্রী পদে দ্বন্দ্ব নিয়ে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে?

বিধানসভার আগে বিশাল সমস্যায় বিজেপি? মুখ্যমন্ত্রী পদে দ্বন্দ্ব নিয়ে বড়সড় ভাঙন গেরুয়া শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে পরপর হতে চলেছে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই সামনেই আসছে বিহার বিধানসভা নির্বাচন। যা হয়তো এ বছরের শেষে হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে। এবং বিহার বিধানসভা নির্বাচন সামনে আসতেই আবারো প্রকাশ্যে এসে পড়ল গেরুয়া শিবিরের শরিকি দ্বন্দ্ব। সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের আরেক শরিক এলজেপির পক্ষ থেকে আসন বন্টন নিয়ে আপত্তি জানানো শুরু হয়েছে।

মঙ্গলবার এলজজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শাহনওয়াজ আহমেদ কাইফি দাবি করেন, চিরাগ পাসোয়ানকে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে 134 টা আসনে লড়বে এলজেপি। সোমবারই বিহারে এনডিএর অন্যতম শরিক লোক জনশক্তি পার্টি বা এলজেপির সভাপতি চিরাগ পাশওয়ান বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে আলোচনায় যদি রফাসূত্র না বার হয় তাহলে এলজেপি সভাপতি চিরাগ পাসওয়ান হুঁশিয়ারি দিয়েছেন, 243 আসনের বিহার বিধানসভায় এলজেপি 134 জন প্রার্থীর নাম ঘোষণা করে দেবে।

শুধু তাই নয়, জেডিইউ এর বিরুদ্ধেও প্রার্থী দিতে তাঁরা পিছপা হবেনা বলে জানিয়েছে। অন্যদিকে নিতিশ কুমার বরাবরই এলজেপির সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, জেডিইউয়ের সঙ্গে এলজেপির কোন জোট নেই। সেই কথা প্রসঙ্গে এবার চিরাগ পাশওয়ান ঘোষণা করেছেন, যখন জেডিইউ-এর সঙ্গে এলজেপির কোন জোট নেই, তাহলে এলজেপি জেডিইউ-এর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করাতেই পারে। অন্যদিকে বিজেপি আগেই ঘোষণা করে দিয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিতিশ কুমারই থাকবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার আশংকা অন্যত্র। যদি এলজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কোনো নাম ঘোষণা করে, তাহলে কিন্তু বিহারে শরিকি সমস্যা আরও জোরদার হয়ে উঠবে। এবং জোট যে ভাঙবে সেকথা না বললেও চলে। এর আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি, বিজেপির শরিক দল শিবসেনা দল ছেড়ে বেরিয়ে গেছে এবং সম্প্রতি কৃষি বিল নিয়ে আপত্তির কারণে পাঞ্জাবের আকালি শিরোমণি দল বিজেপি ছেড়েছে। এই অবস্থায় যদি এবার বিহার থেকে এলজেপি বেরিয়ে যায় বিজেপি ছেড়ে তাহলে এনডিএ গোষ্ঠী ক্রমশ বিপর্যয়ের মুখে গিয়ে দাঁড়াবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যেভাবে সারাদেশে বিজেপি বিরোধী আন্দোলন ক্রমশ জোরদার হয়ে উঠছে তাতে বিহার বিধানসভা নির্বাচনের ওপর আবশ্যিক প্রভাব পড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, বিহার বিধানসভা নির্বাচনে সংগঠন টিকিয়ে রাখতে গেলে অবিলম্বে গেরুয়া শিবিরের শরিকি সমস্যা সর্বপ্রথম মেটানো উচিত। আর তা করতে গেলে মনে করা হচ্ছে, বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডা এবার আসরে নামবেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!