এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > খরদায় গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন তৃণমূল নেতা, কি বক্তব্য গেরুয়া শিবিরের?

খরদায় গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন তৃণমূল নেতা, কি বক্তব্য গেরুয়া শিবিরের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল গভীর রাতে খরদায় গুলিতে ঝাঁঝরা হয়ে প্রাণ হারালেন তৃণমূল নেতা রনজয় শ্রীবাস্তব। ব্যারাকপুর তৃণমূলের হিন্দি সংগঠনের সম্পাদক ছিলেন তিনি। গতকাল এক বন্ধুকে নিয়ে নিজের গাড়িতে করে ফিরছিলেন তিনি। এ সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। খরদার বড়পট্টি এলাকাতে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়েছে বলে, অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় ৫ জন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বেশ কিছু দুষ্কৃতী বাইকে করে এসে তাঁর গাড়ি আটকে দিয়েছিল। এরপর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। গলার নিচে গুলি লেগে মৃত্যু ঘটেছে তাঁর। তাঁর বন্ধু কোনক্রমে প্রাণ বাঁচিয়ে পালাতে পেরেছিলেন। বোমা-গুলি শব্দে লোকজন বেরিয়ে এলে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালায়। এই ঘটনায় তৃণমূল সম্পূর্ণভাবে দায়ী করেছে বিজেপিকে। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে।

এ প্রসঙ্গে টিটাগর পুরসভার মুখ্য প্রশাসক প্রশান্ত চৌধুরী জানালেন যে, এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি মনে করছেন, বিজেপির দুষ্কৃতীরা বাজার গরম করার জন্যই এই ঘটনা ঘটিয়েছে। ভালো মানুষ ছিলেন রনজয় শ্রীবাস্তব। ভোটের সময় তিনি ভাল কাজ করেছিলেন। তবে, এই ঘটনা প্রসঙ্গে বিজেপি সংসদ অর্জুন সিং জানালেন যে, সোদপুরে বিজেপি কর্মী জয় সাহাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল। ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই শুরু হয়েছে। সুপারি কিলার দিয়ে তৃণমূল নেতাকে হত্যা করা হয়েছে। বিজেপি কখনোই হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। খুনোখুনির রাজনীতি কোনদিন বিজেপি বাংলায় আমদানি করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!