এখন পড়ছেন
হোম > জাতীয় > গৌরী লঙ্কেশ হত্যায় নয়া মোড় – মেরে ‘হিন্দু সন্ত্রাসের’ জবানবন্দি নেওয়ার অভিযোগ

গৌরী লঙ্কেশ হত্যায় নয়া মোড় – মেরে ‘হিন্দু সন্ত্রাসের’ জবানবন্দি নেওয়ার অভিযোগ


গৌরী লঙ্কেশ হত্যা কাণ্ডের তদন্ত নয়া মোড় নিলো। হিন্দুত্ববাদী সংগঠন ‘সনাতন সংস্থা’এবার অভিযোগ আনলো বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ‘থার্ড ডিগ্রি’ প্রয়োগ করে স্বীকারোক্তি আদায় করেছে। একই সাথে গোয়ার ঐ সংগঠনটির অভিযোগ ‘গেরুয়া সন্ত্রাসের’ বিভ্রান্তকর তথ্য সংবাদমাধ্যমের সৌজন্যে জনমানসে প্রচারিত হচ্ছে। প্রসঙ্গতঃ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্তকারী দল (এসআইটি) এর সন্দেহভাজনের তালিকায় রয়েছে সনাতন সংস্থা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তদন্তকারী সংস্থার থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক , পরশুরাম ওয়াগমারে তাদের জেরার মুখে পড়ে লঙ্কেশকে হত্যার কথা স্বীকার করেছেন। একইসাথে তিনি দক্ষিণপন্থী সংগঠনটির সাথে যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন। উল্লেখ্য এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশের নানা প্রান্তে বহু প্রতিবাদ সভা , কর্মসূচীর আয়োজন করা হয়। হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাধারণ মানুষের ক্ষোভের মুখোমুখি হয়। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে দ্রুত তদন্তকারী দল গঠন করে কর্ণাটকের তৎকালীন কংগ্রেস সরকার। শুধু তাই নয় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া অপরাধীদের চরম শাস্তির প্রতিশ্রুতি দেন।

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অভিযোগ উঠেছে রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্যে তদন্তের অভিমুখ বদলে দেওয়া হয়। এদিন সনাতন সংস্থা’র মুখপাত্র চেতন রাজন অভিযোগ করে জানালেন কর্ণাটকের কংগ্রেস-জেডি(এস) জোট সরকার ‘হিন্দু সন্ত্রাস’-এর নামে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। অভিযুক্তদের বেআইনিভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একইসাথে রাজ্য সরকার পরিকল্পিতভাবে সংবাদমাধ্যমে সংগঠনটিকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে। সংবাদমাধ্যমকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে । উল্লেখ্য গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন প্রায় প্রত্যেক রাজনৈতিক শিবিরই। তাহলে কী হবে রাজনৈতিক দলগুলি একে অন্যকে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত করতে কোনো কসুর করেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!