এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়া চীন সফর নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?

শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়া চীন সফর নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?


গত তিন মাসে প্রস্তাবিত মুখ্যমন্ত্রীর চীন সফর এদিন বাতিল হয়ে গেলো। নবান্ন সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রীর চীন সফরে রওনা হওয়ার দিন দুপুর অবধি সফর প্রসঙ্গে ঐ দেশের সরকার সরকারি ও রাজনৈতিক স্তরে উপযুক্ত পর্যায়ের বৈঠক সূচী নিশ্চিত করতে পারেনি ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এমনকি চিনা কমিউনিস্ট পার্টির তরফেও আগামী দিনে বৈঠকের ব্যাপারে কোনও আশ্বাস পাওয়া যায়নি। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে চীন সফরে মুখ্যমন্ত্রীর মূলত বেজিং ও সাংহাই যাওয়ার কথা ছিল। চীনা সরকারের পক্ষ থেকে বৈঠকের বিষয়ে কোনো নিশ্চিত খবর জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রীর চীন সফর বাতিল হয়ে যায়। এদিন বিদেশ সফর বাতিল হয়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “বৈঠক না হলে শুধু বেড়াতে যাওয়া অর্থহীন।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কাজ ফেলে রেখে ঘোরার সময় আমার নেই।” উল্লেখ্য মুখ্যমন্ত্রী বিদেশ সফরে রওনা হওয়ার আগের দিন দুপুরে চীনে কর্মরত ভারতীয় রাষ্ট্রদূত জানান, বেজিংয়ের তরফ থেকে এখনও পর্যন্ত যথোপযুক্ত রাজনৈতিক বৈঠকের কোনও রকম আশ্বাস পাওয়া যায়নি। এরপরই দফায় দফায় সময়সূচী বদল হতে থাকে। সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সমস্ত কিছু খতিয়ে দেখার জন্যে কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য সরকারের থেকে। কিন্তু তাতেও কোনো সুরাহা হয়না। ফলে পরিস্থিতির চাপে কার্যতই বাতিল হয়ে গেলো মুখ্যমন্ত্রীর চীন সফর। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর বাতিলের প্রভাব ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও ছাপ ফেলবে না বলেও এদিন আশা প্রকাশ করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!