এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিতে চলেছেন বিজেপিতে জাতীয় বিশেষ খবর January 23, 2018 পদত্যাগের পর এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কে এল চিশি।পাশাপাশি বিজেপিতে যোগ দিতে চলেছেন নাগাল্যান্ডের নির্দল বিধায়ক জ্যাকব জ়িমোমি ও।সামনে২৭ ফেব্রুয়ারী নাগাল্যান্ডে বিধানসভা নির্বাচন আর তার আগে এই যোগদান বিজেপির গুরুত্ব বাড়াবে বলে মনে করছে রাজনৈতিকমহল। জানা গেছে যে বিজেপিতে যোগ দিয়ে এনারা বিজেপির টিকিটে লড়বেন আসন্ন বিধানসভা নির্বাচনে। এদিন জ়িমোমি পদত্যাগ প্রসঙ্গে বলেন, “আমি বিধায়ক হিসেবে পদত্যাগ করেছি। বিজেপিতে যোগ দেব। এবিষয়ে তৃণমূলস্তরের নেতা ও সমর্থকদের সঙ্গে কথাও বলেছি। উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর ভাবনাকে আরও কার্যকরী করে তুলতে আমার এই সিদ্ধান্ত।”অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিশি কংগ্রেস ছেড়়েছেন আর খুব শিখা বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। রাজ্য BJP সভাপতি ভিসাসোলি লোহঙ্গু বলেন, “আরও অনেক বিধায়ক বিজেপি পরিবারে যোগ দিতে চাইছেন।” আপনার মতামত জানান -