এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার ভোটের বৈতরণী পার হতে তৃণমূলের ভরসা মা সরস্বতী

এবার ভোটের বৈতরণী পার হতে তৃণমূলের ভরসা মা সরস্বতী

পুরুলিয়ায় তৃণমূলের জেলা অফিসে দেবী সরস্বতীর পায়ের কাছে রাখা হল ভোটার তালিকা।প্রতি বছরের মতো এই বছরেও পার্টি অফিসে পালিত সরস্বতী পুজোয় দেখা গেল ভোটের আমেজ।আসন্ন পঞ্চায়েত ভোটকে মাথা রেখেই পুড়ুয়াদের মতো তৃণমূলের নেতা কর্মীরা মায়ের চরণে কাপড় জড়িয়ে সমর্পিত করল ভোটার লিস্ট।এদিন পুজোয় উপস্থিত ছিলেন দলের সভাপতি শান্তিরাম মাহাতো ,সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো,বর্ষীয়ান নেতা তারকেশ চট্টোপাধ্যায়, কাউন্সিলর বিভাস দাস, মহিলা সংগঠনের জেলা সভাপতি নিয়তি মাহাতো প্রমুখ নেতৃত্বরা।

এদিন দলের মঙ্গল কামনায় উপোস রেখে সরস্বতী আরাধনায় বসে ছিলেন দলের সহ সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো।তিনি বললেন, ‘‘সাধারণ মানুষের কল্যাণের জন্যই তো পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা— সমস্ত কিছু। আর সেটার একেবারে গোড়ায় হল ভোটার লিস্ট। আমরা মানুষের কল্যাণের জন্য আমাদের যথাসাধ্য করি। দেবীর কাছেও এ বার তাঁদের জন্য প্রার্থনা করলাম।’’এদিন দলের সভাপতি শান্তিরাম মাহাতো বললেন, ‘‘আমরা গোটা জেলার ভোটার তালিকা দেবীর পায়ের কাছে রেখে ভোটারদের মঙ্গল কামনা করলাম।’’একই সাথে নবেন্দুবাবু বললেন, ‘‘কাগজের বইখাতায় দেবী থাকেন বলে পড়ুয়ারা বিশ্বাস করে। ভোটারতালিকাও তো কাগজেরই।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!