এখন পড়ছেন
হোম > জাতীয় > বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে গুরুত্ত্বপূর্ন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, অস্বস্তিতে অমিত শাহ

বিচারপতি লোয়ার মৃত্যু নিয়ে গুরুত্ত্বপূর্ন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, অস্বস্তিতে অমিত শাহ

সিবিআইয়ের বিচারপতি বিএইচ লোয়া গুজরাত দাঙ্গার সময়ে সোহরাবউদ্দিন ভুয়ো এনকাউন্টার মামলার বিচারপতি ছিলেন, যে মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন বর্তমান বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু ২০১৪ সালে বিচারপতি লোয়ার মৃত্যুর পর ২০১৫ সালে সেই মামলায় বেকসুর খালাস পান তিনি। কিন্তু এরপরেই বিতর্ক শুরু হয়, বিচারপতি লোয়ার মৃত্যু স্বাভাবিক নয় অভিযোগে মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে। সেই মামলায় মহারাষ্ট্র সরকারের তরফে আইনজীবী হরিশ সালভে চারজন জেলা বিচারকের স্টেটমেন্ট পেশ করে প্রমান করতে চান যে বিচারপতি লোয়া হৃদরোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন।

কিন্তু এবার বিচারপতি লোয়ার মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এএম খানউইলকরের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবেন, ফলে মুম্বাই হাইকোর্টে বিচারপতি লোয়ার মৃত্যু মামলার যে দুটি শুনানি ছিল, তা এবার সরাসরি সুপ্রিম কোর্টে শোনা হবে। এমনকি এই সংক্রান্ত আর কোনও মামলা গ্রহণ করতেও হাইকোর্টগুলিকে নিষেধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর সমস্ত অভিযোগে গুরুত্ব দেওয়ার আগে এই মৃত্যু সংক্রান্ত সমস্ত নথি খতিয়ে দেখতে চাইছে তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র স্পষ্ট জানিয়েছেন, কোনও তরফের অভিযোগে কান না দিয়ে নথি খতিয়ে দেখা হবে। আর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের পরে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের অস্বস্তি বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!