এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রভাব বাড়ছে মমতার, ভোটের আগে পেলেন বিজেপি বিরোধী নেতৃত্তের আমন্ত্রণ

জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রভাব বাড়ছে মমতার, ভোটের আগে পেলেন বিজেপি বিরোধী নেতৃত্তের আমন্ত্রণ


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মধ্যে আর গণ্ডিবদ্ধ থাকতে না চেয়ে এবার জাতীয় রাজনীতিতে ক্রমশ প্রভাব বিস্তারের সচেষ্ট রাজ্যের শাসক দল তৃণমূল। একাধিক রাজ্যে ক্রমশ সংগঠন বিস্তার করছে তৃণমূল। গোয়া, ত্রিপুরার পর তৃণমূল হাত বাড়িয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে। যেখানে আর অল্প দিনের মধ্যে রয়েছে নির্বাচন। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি যৌথ সাংবাদিক বৈঠক করবেন। ভোটের আগে উত্তরপ্রদেশে তাঁর দলের কর্মীসভায় আমন্ত্রণ জানাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে আগামীকাল অখিলেশ যাদবের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন কিরণময় নন্দ। আগামীকাল বিকেল চারটে বেজে ত্রিশ মিনিটে কালিঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করেছিল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন তৃণমূলকে নিয়ে বিজেপি বিরোধী প্রচারে সান দিতে পারে সমাজবাদী পার্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!