এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন দিলীপ ঘোষ

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন দিলীপ ঘোষ


কেন্দ্র সরকারের এফআরডিআই বিলের প্রতিবাদে আজ মহামিছিল করা হয় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই মহামিছিলের মধ্যমনি ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও তৃণমূল কংগ্রেসের ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহামিছিলের শেষে এক পথসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমনাত্মক ভাষায় বিঁধলেন। বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে তিনি কুখ্যাত দুষ্কৃতী হাতকাটা দিলীপের তুলনা টেনে আনেন। একইসঙ্গে ওই একই সভামঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে সারদা চিটফান্ড কাণ্ডে জেলে থাকা সুদীপ্ত সেনের সঙ্গে তুলনা করেন।
এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাল্টা এক হাত নিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, সুদীপ্ত সেনের সঙ্গে কাদের যোগসাজোশ ছিল তা সারা দেশ জানে, এখন বিজেপির সঙ্গে ওই নাম জুড়ে কোনও লাভ নেই। ওঁদের কথাতেই পরিষ্কার হয়ে যাচ্ছে ওঁরা এক সময় কাদের নিয়ে চলত (হাতকাটা দিলীপের সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে), সেই কারণেই ওই নামগুলো সব মনে রেখে দিয়েছে। এই বিষয়ে দিলীপবাবু আরো বলেন, সাধারণ মানুষ বুঝতে পারছেন, নোংরা রাজনীতি কারা করছে। রাজনৈতিক লড়াই করতে না পেরেই বিভিন্ন নামের সঙ্গে জড়িয়ে বিজেপি নেতাদের নামে কুত্‍সা করছেন তৃণমূলের যুবরাজ। নরেন্দ্র মোদী, অমিত শাহদের সঙ্গে আমার নাম জড়িয়ে কুত্‍সা করছে। এখনও বিল আসেইনি, ওঁরা মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নেমে পড়েছে। ওঁরাও জানে না, সাধারণ মানুষও জানে না ওই বিলে কী আছে। আমাদের সরকার জনবিরোধী কোনও পদক্ষেপ নেবে না। অযথা অপপ্রচার চালিয়ে মানুষকে তাই ভুল বোঝানোও যাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!