এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > করোনা আক্রান্ত মেয়র! সংস্পর্শে ছিলেন এক হেভিওয়েট তৃণমূলী মন্ত্রী সহ একাধিক!‌ চিন্তায় প্রশাসন

করোনা আক্রান্ত মেয়র! সংস্পর্শে ছিলেন এক হেভিওয়েট তৃণমূলী মন্ত্রী সহ একাধিক!‌ চিন্তায় প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট: করোনা ভাইরাসের সংকটকালে বারবার সামাজিক দূরত্ব পালন করার কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। তবে তা সত্ত্বেও লকডাউন কিছুটা হালকা হতেই জনপ্রতিনিধিরা ময়দানে নেমে নানা মিটিং-মিছিল সহ মানুষের পাশে দাঁড়াতে শুরু করেছেন। জনসাধারনের পাশে দাঁড়ানো তাদের আশু কর্তব্য হলেও, সামাজিক দূরত্ব পালন করা তাদের নিয়মানুবর্তিতার মধ্যেই পড়ে।

কিন্তু অনেক ক্ষেত্রেই তা পালন না করার জন্য শাসক থেকে বিরোধী প্রতিটি দলের জনপ্রতিনিধিদের করোনা ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে। আক্রান্ত হয়েছেন রাজ্যের হেভিওয়েট বেশকিছু মন্ত্রী। আর এই পরিস্থিতিতে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন আসানসোল পৌরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি। স্বভাবতই এখন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মেয়র আক্রান্ত হওয়ার সাথে সাথেই শাসকদলের অন্দরমহলে তীব্র আতঙ্ক গ্রাস করতে শুরু করেছে। জানা গেছে, শুধু জিতেন্দ্র তিওয়ারি নন, জেলা যুব তৃনমূলের কার্যকরী সভাপতি গৌরব গুপ্ত সহ বেশ কিছু নেতাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আশঙ্কার আরও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জেলা কমিটি ঘোষণা করেছিলেন এই জিতেন্দ্র তিওয়ারি। আর সেদিন তার পাশেই বসেছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। ফলে জিতেন্দ্রবাবুর করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথেই এখন মলয়বাবুকে নিয়েও চিন্তা গ্রাস করছে একাংশের মধ্যে।

একাংশ বলছেন, করোনা ভাইরাসকে নিয়ে হালকা মনোভাব নিলে তা মোটেই সুবিধাজনক হবে না। কেননা এখনও পর্যন্ত এই ভাইরাস বিলুপ্তির পথে যায়নি। যত দিন যাচ্ছে, ততই বাড়ছে আশঙ্কা। তাই এই পরিস্থিতিতে ভয়াবহ মারন ভাইরাসকে আটকানোর জন্য সকলেরই সামাজিক দূরত্ব পালন করা উচিত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু তা সত্ত্বেও জনপ্রতিনিধিরা নিজেদের মত করে বহাল তবিয়তে ঘুরে বেড়ানোতেই তাদের আরও বেশি করে আক্রান্ত করছে বলে মত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!