এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নজরে আসন্ন নির্বাচন! ১৩ জন নেতাকে বিশেষ দায়িত্ব তৃনমূলের, জেনে নিন বিস্তারিতভাবে

নজরে আসন্ন নির্বাচন! ১৩ জন নেতাকে বিশেষ দায়িত্ব তৃনমূলের, জেনে নিন বিস্তারিতভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে কি হবে, কারা দখল করবে রাজ্যের মসনদ, তা এখনই কারোর পক্ষে বলা সম্ভব নয়। তবে তার আগে ফালাকাটা বিধানসভা উপ-নির্বাচনের মধ্য দিয়ে বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝে নিতে চাইছেন শাসক-বিরোধী থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। গত লোকসভায় উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি।

আর তা থেকে শিক্ষা নিয়েই আগামী ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে ভালো ফল করতে তৎপরতা অবলম্বন করছে শাসক দল। ইতিমধ্যেই জয়ের টার্গেট নিয়ে ব্লকের 13 টি গ্রাম পঞ্চায়েতের 13 জন পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। একাংশ বলছেন, এই পর্যবেক্ষক নিয়োগের মধ্যে দিয়ে টিম গঠন করে এলাকার খোঁজ-খবর নিয়ে সেখানকার ভোটব্যাঙ্ক আরও শক্তিশালী করার চেষ্টা করছে ঘাসফুল শিবির।

সূত্রে খবর, বৃহস্পতিবার ব্লক পার্টি অফিসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একটি বৈঠক হয়। যেখানে অঞ্চলভিত্তিক কারা দলীয় পর্যবেক্ষক হবেন, তাদের তালিকা প্রকাশ করা হয়। জানা গেছে, ভোট প্রচার পরিচালনার জন্য মোট 30 জন দলীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। আর তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিয়েই দলের অঞ্চল সভাপতিরা নিজেদের জায়গায় ভোটের প্রচার করতে পারবেন বলে খবর।

তৃণমূল সূত্রের খবর, আগামী কুড়ি সেপ্টেম্বর ফালাকাটার কমিউনিটি হলঘরে দলের নেতাকর্মীদের নিয়ে আরেকটি বৈঠক করবেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই আগামী দিনে জয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেবেন তিনি বলে খবর।আর যেভাবে ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে পুনর্বার জয়ের জন্য তৃণমূল কংগ্রেস নিজেদের রণনীতি তৈরি করতে শুরু করেছে, তাতে তারা যে বিজেপিকে মোকাবিলা করা এবং নিজেদের ভোটব্যাঙ্ক বৃদ্ধি করাই এখন প্রধান টার্গেট হিসেবে রেখেছে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এই বিধানসভা উপনির্বাচনের মধ্যে দিয়েই তৃণমূল আগামী দিনে বিরোধীদের চ্যালেঞ্জ জানাতে চাইছে। যদি তারা এই কেন্দ্রে জয়লাভ করতে না পারে, তাহলে তাদের কাছে তা অত্যন্ত লজ্জাজনক হবে বলেই দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেদিক থেকে বিরোধীদের কুপোকাত করে আগামী বিধানসভা নির্বাচনের আগেই ফালাকাটা বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলিকে চ্যালেঞ্জ জানাতে চাইছে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন যখনই হোক না কেন, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা প্রস্তুত আছি। চলতি মাসে ভোটের প্রচারে কলকাতায় যাচ্ছি। ভোট কবে হবে, তার অপেক্ষা না করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আমরা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি। আমরা ফালাকাটা উপনির্বাচনে জিতব। অঞ্চলে অঞ্চলে দলীয় অবজারভার নিয়োগ করা হয়েছে।” এখন দেখার বিষয়, ফালাকাটা উপ- নির্বাচনে জয়লাভের জন্য তৃণমূলের এই রণকৌশল কতটা কাজে দেয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!