ঘাটালে বিজেপির সভা থেকে ফের বোমা ফাটালেন মুকুল রাজ্য February 27, 2018 তৃণমূলকে সরাসরি ‘চোর’ বললেন বিজেপি নেতা মুকুল রায়। আজ ঘটালে বিজেপির যুব মোর্চার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছিল আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি ফের বোমা ফাটালেন। সরাসরি তৃণমূলকে “চোর” বললেন। যারা পয়সা দেবে এখন তৃণমূল তাদের। কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী কাউকে মানে না। কিছু পেতে গেলে প্রথমে এরা বলে পয়সা দিতে হবে।তারপর বলে কত টাকা অ্যাডভান্স দেবেন। পুলিশ প্রশাসন সঙ্গে আছে।এদিন তিনি বলেন যে,তার মন্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন কেন্দ্রের নরেন্দ্র মোদি ন্যাশনাল রুলাল লাইফহুড মিশন -এর জন্য টাকা দিচ্ছেন আর পশ্চিমবঙ্গে এসে সেই নামটাই বদলে হয়ে হচ্ছে আনন্দধারা।স্বচ্ছ্ব ভারত মিশন ও তাই। টাকা দিচ্ছে কেন্দ্র সরকার আর রাজ্যে এসে সেই প্রকল্পের নাম হয়ে যাচ্ছে মিশন নির্মল বাংলা।প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তে তো প্রধানমন্ত্রীর নাম বদলে বাংলা গ্রামীণ সড়ক যোজনা নাম হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিচ্ছে কেন্দ্র।রাজ্য সরকার তা চুরি করে নাম পাল্টে নাম দিয়েছে বাংলার গৃহ প্রকল্প। আপনার মতামত জানান -