এখন পড়ছেন
হোম > অন্যান্য > কোহলিদের কাছে মুখ থুবড়ে পড়ার পরেও প্লে-অফে যেতে পারে KKR? কিন্তু কোন অঙ্কে? জানুন বিস্তারে

কোহলিদের কাছে মুখ থুবড়ে পড়ার পরেও প্লে-অফে যেতে পারে KKR? কিন্তু কোন অঙ্কে? জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএলে এবার কেকেআর খুব একটা আশা প্রদ ফলাফল করতে পারেনি। যদিও এই প্রসঙ্গে প্রথমে সামনে এসেছিল অধিনায়কত্ব সমস্যা। দীনেশ কার্তিকের ফল সাজানো নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কারণ সেই সময় প্রশ্ন ওঠে দীনেশ কার্তিক নাকি নিজের রাজ্যের খেলোয়াড়দের আগে খেলানোর জন্য এমনটা করছেন।

তবে সম্প্রতি কেকেআর নিয়ে শাহরুখ নতুন করে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন বলে জানা গেছে, আর তারই ফল স্বরূপ এই অধিনায়কত্বের বদল। সেই সঙ্গে তাঁর লক্ষ্য যে আইপিএল জয়, সেকথা বলাই বাহুল্য। তবে সেই লক্ষ্য যে আবার মুখ থুবড়ে পড়েছে, সেই কথাই সামনে এসেছে।

আরসিবির সঙ্গে আগের ম্যাচে লজ্জাজনক হার হয়েছে কেকেআরের। আর সেই সঙ্গে অনুমান করা হচ্ছে যে আইপিএল থেকে এবার কেকেআর ছিটকে যেতে পারে। আর স্বভাবতই এরপর কেকেআর অনুরাগীদের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে কি আর শেষ রক্ষা হবে না? আর কি কোনো উপায় নেই খেলায় ফিরে আসার?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্কোর বোর্ডে দেখা যাচ্ছে, এখনও পর্যন্ত আইপিএলের ১০টি ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ আইপিএলে চতুর্থ স্থানে অবস্থান করছে কেকেআর। আর সেই সঙ্গে অন্যদিকে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, সেই একই পরিমাণ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

অন্যদিকে, আইপিএলে এখনও কেকেআরের ৪টি ম্যাচ বাকি। তার মধ্যে রয়েছে ২৪শে অক্টোবর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে, ২৬শে অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে, ২৯শে অক্টোবর চেন্নাই সুপার কিংসের সঙ্গে এবং ১লা নভেম্বর রাজস্থান রয়্যালসের সঙ্গে। এবার প্রশ্ন উঠছে তাহলে আবারও খেলায় ফিরে আসার উপায় কি?

বস্তুত, আইপিএলের প্লে-অফ পৌঁছতে গেলে যে কোনও দলকে ১৬ পয়েন্ট অর্জন করতে হয়। তবে ১৪ পয়েন্ট নিয়েও টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছনো সম্ভব হয়। তাই এবারের আইপিএলে ১০ ম্যাচ খেলে ১০ পয়েন্টে থাকা কেকেআরকে খেলায় টিকে থাকতে হলে কি করতে হবে?

জানা যাচ্ছে বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে জিততে হবে। তাহলেই খেলায় টিকে থাকতে পারবে কেকেআর। আর যদি তাও না হয়, তবে অন্তত দুটি ম্যাচে জিতলেও টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছনো রাস্তা খুলে যেতে পারে কেকেআরের। তবে সেক্ষেত্রে দলকে অনেক কাঠখড় পোড়াতে হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সহজতম উপায় হিসেবে ৩তে ম্যাচ জেতার কথাই বলছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!