এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিতে যাওয়া নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন বাইচুং জেনে নিন

বিজেপিতে যাওয়া নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন বাইচুং জেনে নিন


সোমবারই টুইট করে নিজেকে তৃণমূল কংগ্রেস থেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় ফুটবলের ‘পাহাড়ি বিছে’ ৷ কলকাতায় এরপরই রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কি কারণে দল ছেড়েছেন.তবে কি বিজেপিতে যাবেন। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে।এবার সব জল্পনার আবাসন ঘটিয়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা ওড়ালেন বাইচুং। নতুন দল গড়েই রাজনীতির ময়দানে দ্বিতীয় ইনিংস শুরুর অপেক্ষায় ব্রতী ভাইচুং এমনটাই দাবি করেছে কলকাতার এক ওয়েব পোর্টাল ।তৃণমূলে সেভাবে ধান মেলতে পারেন নি ভাইচুং তাই এবার নিজের রাজ্য সিকিমে নিজের একটি রাজনৈতিক দল গড়ে বিরোধী শক্তি হিসেবেই এগোতে চাইছেন তিনি। কিছুদিন আগেও মনে হচ্ছিলো যে তিনি বর্তমানে সিকিমের শাসকদল যোগ দেবেন কিন্তু তা না করে এবার সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের ‘সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্ট’-এর বিরুদ্ধেও সোচ্চার হতে চাইছেন ভাইচুং। এখন থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন তিনি নতুন দল খোলা নিয়ে নাকি সুপ্রিম কোর্টের এক আইনজীবীর সঙ্গে তিনি কথা বলেছেন বলেও দাবি করেছে ওই ওয়েব পোর্টাল।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!