এখন পড়ছেন
হোম > জাতীয় > তৃণমূলকে জোরদার ধাক্কা দিতে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির সহ মুকুল

তৃণমূলকে জোরদার ধাক্কা দিতে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির সহ মুকুল


এবার আর পঞ্চায়েত ভোট নয়, সরাসরি লোকসভা ভোটে তৃণমূলকে জোরদার ধাক্কা দিতে প্রস্তুত হচ্ছে গেরুয়া শিবির। কিন্তু মোটেই রাশ হালকা করে নি পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে। শাসক দল ক্ষমতায় আসার পর থেকে এ যাবৎ বহু বুদ্ধিজীবীই পরিবর্তনের মহোচ্যুত হয়ে মমতা ব্যানার্জীর পাশ থেকে সরে এসেছেন। মুকুল রায়- দিলীপ ঘোষের এখন মূল লক্ষ্য এই সমস্ত বুদ্ধিজীবীদের নিজেদের দোলে ভেড়ানো। বিজেপি সূত্রের খবর তৈরী হয়ে গেছে সেই লক্ষ্য তালিকা। সুনন্দ সান্যাল, সমীর আইচ, কৌশিক সেন কেউই এখন নেই তৃণমূলের পক্ষে। বুদ্ধিজীবীদের সরাসরি দলে টেনে না এনে কৌশলের মাদ্ধমে দলভুক্ত করাই গেরুয়া শিবিরের মূল লক্ষ্য। কিছু বুদ্ধিজীবী যদি পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেয় তবে তৃণমূলের ওপর একটা আঘাত হানা যাবে বলে মনে করছে গেরুয়া শিবির। যদিও এই বিষয় তাড়াহুড়ো না করে লোকসভা ভোটকে লক্ষ্য রেখেই ঘুটি সাজাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধিজীবী মানুষদের বেশি গ্রহণ করে, তাই মমতাকে বড়োসড়ো ধাক্কা দিতে শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া জগতের মানুষদের দলভুক্ত করার চেষ্টা করছে বিজেপি এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে। জানা গেছে কদিন আগেই বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তার পরিবর্তে শিক্ষাবিদ পঙ্কজ রায় যোগদেন বিজেপির বুদ্ধিজীবী সেলের আহ্বায়ক হিসাবে। “রাজ্যের বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই। তাঁদেরকে নিজেদের দিকে আনতে হবে। নতুবা তৃণমূলের বিরুদ্ধে অন্তত পথে নামাতে হবে। এটাই হবে তৃণমূলকে পাল্টা ধাক্কা দেওয়া।” নতুন বিজেপি আহ্বায়ক রাজ্য তৃণমূলকে লক্ষ্য করে এমনটাই মন্তব্য করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!