এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, শেষ দফাতেও অশান্তিতে মহানগরী!

বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজি, শেষ দফাতেও অশান্তিতে মহানগরী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরকদমে চেষ্টা করা হয়েছিল, শেষ দফার নির্বাচনকে যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করা যায়। কিন্তু অষ্টম তথা শেষ দফার নির্বাচনে উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করেছে। এবার ভোটের দিন বিজেপি প্রার্থীর লক্ষ্য গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল রবীন্দ্রসরণি এলাকায়। যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, আজ কলকাতায় দফায় দফায় বোমাবাজি হতে শুরু করে জোড়াসাঁকো বিধানসভা এলাকায়। প্রথমে সেন্ট্রাল অ্যাভিনিউতে বোমাবাজি হয়। আর তারপর এবার রবীন্দ্র সরণি এলাকায় বোমাবাজি হয়েছে বলে খবর। যেখানে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের গাড়ি লক্ষ্য করে এই বোমাবাজি করা হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় শেষ দফায় নির্বাচনে কমিশনের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, সাত দফার নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য কমিশন বদ্ধপরিকর। এমনকি এই ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কমিশনের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কলকাতার মত জায়গায় বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেভাবে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসতে শুরু করেছে, তাতে রীতিমত আতঙ্ক বাড়ছে। শেষ দফাতেও যদি অশান্তি বজায় থাকে বাংলার নির্বাচনে, তাহলে পরিস্থিতিকে আরও হাতের বাইরে বেরিয়ে যেতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!