এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কমিশনের নজরবন্দির পরেও ” খেলা হবে” বলে মন্তব্য কেষ্টর, সরব বিরোধীরা!

কমিশনের নজরবন্দির পরেও ” খেলা হবে” বলে মন্তব্য কেষ্টর, সরব বিরোধীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার বিধানসভা নির্বাচনে এবার হিট স্লোগান “খেলা হবে”। তৃণমূলের পক্ষ থেকে যখন এই শ্লোগান দেওয়া হচ্ছে, তখন পাল্টা সেই শ্লোগান নিয়ে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করছে বিরোধীরা। এক্ষেত্রে “খেলা হবে” স্লোগান দিয়ে তৃণমূল হুঁশিয়ারি দিচ্ছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রতিবার বীরভূম জেলায় নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি।

2016 সাল কিংবা 2019 সালের মতো 2021 সালের বিধানসভা নির্বাচনেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নজরবন্দি করা হয়েছে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফায় বীরভূম জেলার প্রত্যেকটি আসনে ভোট। আর তার আগে অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার ঘটনা রীতিমত তাৎপর্যপূর্ণ। তবে নজরবন্দি করার পরেও নিজের অবস্থানে অনড় থাকলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। যেখানে কমিশনের পক্ষ থেকে নজরবন্দি করা সত্ত্বেও “খেলা হবে” বলে মন্তব্য করতে দেখা গেল তাকে। যা নিয়ে এখন প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীদের একাংশ।

প্রসঙ্গত, নজরবন্দি করার পরে বুধবার হঠাৎ করেই সকলের চোখকে ফাঁকি দিয়ে উধাও হয়ে যান অনুব্রত মণ্ডল। পরবর্তীতে তাকে পাওয়া যায় তারাপীঠ মন্দিরে। আর তারপরই বাড়িতে এসে সাংবাদিক বৈঠক করেন তিনি। যেখানে “খেলা হবে” বলে মন্তব্য করতে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। তিনি বলেন, “খেলা হবে। তবে কিভাবে খেলব, সেটা বলবো না। খেলা মানে ঝগড়া মারামারি নয়। ভালোভাবেও তো খেলা যায়।”

অর্থাৎ নির্বাচনের দিন অনুব্রত মণ্ডল প্রভাব সৃষ্টি করতে পারেন বলে অভিযোগ করা হয়েছিল। আর সেই কারণেই নির্বাচনের আগে তাকে নজরবন্দী করা হয়েছে। কিন্তু নির্বাচনের দিনেও “খেলা হবে” বলে যে দাবি করতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে, তাতে তিনি নির্বাচনের দিন ভোটকে প্রভাবিত করার চেষ্টা করবেন বলে দাবি করছেন বিরোধীদের একাংশ। ভোটের আগে অনুব্রত মণ্ডল এই মন্তব্য করে কার্যত সারা রাজ্যজুড়েই শোরগোল ফেলে দিলেন বলে দাবি বিশেষজ্ঞদের।

বিরোধীদের দাবি, অনুব্রত মণ্ডল ভোটের আগে বারবার গরমাগরম বক্তব্য দিয়ে প্রভাব সৃষ্টি করেন। আর এবার কমিশনের পক্ষ থেকে তিনি নজরবন্দি হওয়ার পরেও যেভাবে “খেলা হবে” বলে মন্তব্য করলেন, তাতে অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি হঠাৎ করে কেন এই ধরনের মন্তব্য করতে গেলেন?

তাহলে কি তার কোনো উদ্দেশ্য রয়েছে! আর সেই কারণেই এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তিনি? ইতিমধ্যেই এই ব্যাপারে প্রশ্ন তুলতে শুরু করেছে সমালোচক মহলের একাংশ। সব মিলিয়ে নির্বাচনের আগে অনুব্রত মণ্ডলের “খেলা হবে” মন্তব্য নিয়ে এখন চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!