এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “কেন্দ্রীয় বাহিনী থাকতেও অশান্তি কেন!” বড় প্রশ্ন তুলে সোচ্চার মমতা!

“কেন্দ্রীয় বাহিনী থাকতেও অশান্তি কেন!” বড় প্রশ্ন তুলে সোচ্চার মমতা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় পঞ্চায়েত নির্বাচন যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়েই হয়, তার জন্য আদালতের পক্ষ থেকেও জয় নিয়ে এসেছিল বিরোধীরা। কিন্তু নির্বাচন অনেক ক্ষেত্রেই প্রহসনে পরিণত হয়েছে বলে অভিযোগ। এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজে লাগায়নি প্রশাসন বলেও অভিযোগ করছে বিরোধী নেতারা। আর এই পরিস্থিতিতে ভাঙ্গরের অশান্তি নিয়ে সেই কেন্দ্রীয় বাহিনীর দিকেও প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন ভাঙরের অশান্তি নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সোচ্চার হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “80 হাজার কেন্দ্রীয় বাহিনী ছিল। তাহলে ভাঙড়ে রাত্রিবেলা অশান্তি হলো কি করে! ওখানে তো কেন্দ্রীয় বাহিনী ছিল। জোর করে বিডিওকে দিয়ে তৃণমূল জেতা সত্ত্বেও কেউ বা কারা অন্য কিছু লিখিয়ে নিয়েছে। তাও শান্তির স্বার্থে আমি কিছু বলিনি।” অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে যখন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করা হচ্ছে, তখন পাল্টা সেই কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কি করে ভাঙরে অশান্তি হলো, তা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদের চাপে ফেলার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের দাবি, কেন্দ্রীয় বাহিনী শুধু নামেই ছিল। আদালতের একটাও নির্দেশ মানেনি রাজ্য নির্বাচন কমিশন। বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কথামতোই নির্বাচন পরিচালনা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী আসলেও তা পরিচালিত হয়েছে স্থানীয় প্রশাসনের কথা মত। সেই মত অনেক জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে না দিয়ে তাদের বসিয়ে রাখা হয়েছে। যার কারণে এই অশান্তি এবং মৃত্যু মিছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করার এই কথা শোভা পায় না বলেই দাবি বিজেপির একাংশের।

পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে ঠিকই। কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীকে যদি নিজেদের মতো করে কাজ করতে দেওয়া হতো, তাহলে হয়ত এতো মৃত্যু দেখতে হত না রাজ্যের মানুষকে। তবে তারপরেও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য অযাচিত বলেই মত একাংশের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!