এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জোড়াফুল বা পদ্মফুল নয়, এবারেও শিলিগুড়িতে এগিয়ে অশোক!

জোড়াফুল বা পদ্মফুল নয়, এবারেও শিলিগুড়িতে এগিয়ে অশোক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 থেকে শুরু করে 2016 সালের বিধানসভা নির্বাচনে কোনোবারই তাকে পরাজিত করা সম্ভব হয়নি। এবারেও কি তিনি শেষ হাসি হতে চলেছেন? উত্তরবঙ্গের রাজধানী বলে পরিচিত শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই হয়েছে। ইতিমধ্যেই গণনা পর্ব শুরু হয়ে গিয়েছে। আর সেই গননাতেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোরদার টক্কর হলেও, তাদের দু’জনকেই পেছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছেন সংযুক্ত মোর্চার প্রার্থী অশোক রঞ্জন ভট্টাচার্য। মূলত বর্তমানে পোস্টাল ব্যালটের গণনা চলছে।

আর সেই পোস্টাল ব্যালটের গণনায় তৃণমূল থেকে বিজেপি দুই দল একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলতে শুরু করেছে। তবে শিলিগুড়িতে কিছুটা ব্যতিক্রমী লড়াই দেখা যাচ্ছে। যেখানে অতীতের মত এবারও এখানে পোস্টাল ব্যালটে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে অশোক ভট্টাচার্যকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, গোটা রাজ্যের মধ্যে এই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রেই পোস্টাল ব্যালটের দিক থেকে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে সংযুক্ত মোর্চা। সব মিলিয়ে শেষ পর্যন্ত ইভিএম খোলার পর অশোক রঞ্জন ভট্টাচার্য নিজের দূর্গ অটুট রাখতে পারেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!