এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সাত সকালে পাহাড় সফরে রাজ্যপাল, জেন নিন কারন!

সাত সকালে পাহাড় সফরে রাজ্যপাল, জেন নিন কারন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নের প্রথম দিন থেকেই হিংসার ঘটনায় রীতিমতো কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন রাজ্যপাল। পুলিশ প্রশাসনকে সতর্ক করার পাশাপাশি রাজভবনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। আর এবার সাত সকালে বন্দে ভারত এক্সপ্রেস করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের এই সফর নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন। জানা গিয়েছে, একাধিক কর্মসূচির কারণেই তার এই দার্জিলিং সফর।

প্রসঙ্গত, সোমবার সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল। যেখানে জলপাইগুড়িতে নেমে তিনি সরাসরি চলে যাবেন দার্জিলিংয়ে। মূলত, একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাজ্যের সাংবিধানিক প্রধানের। এছাড়াও আরও একাধিক কর্মসূচি রয়েছে তার।

বলা বাহুল্য, বর্তমানে শাসক দলকে অস্বস্তিতে ফেলে একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন রাজ্যপাল। নির্বাচনের আগে ক্রমাগত হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। মাঝেমধ্যেই বিভিন্ন জেলা সফরে বেড়িয়ে পড়ছেন বাংলার সাংবিধানিক প্রধান। আর এবার সাত সকালেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!