এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটমুখী বঙ্গে সুনামির মতো বাড়ছে করোনা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

ভোটমুখী বঙ্গে সুনামির মতো বাড়ছে করোনা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশকে সার্বিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন ৩ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। দেশের একাধিক রাজ্যের মত পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হলেন ১৬ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হল ৭০ জনেরও বেশি মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হলেন ১০ হাজারেরও বেশি মানুষ।

রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৪০৩ জন মানুষ। গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে মোট ৭৩ জন মানুষের। অন্যদিকে গত ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গে করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৬৬৪ জন মানুষ। অন্যান্য দিনের মতো এদিনও সর্বাধিক বিপর্যয়ের চিত্র রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭০৮ জন মানুষ। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনায় মৃত্যু হয়েছে মোট ২৪ জন মানুষের। এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর ২৪ পরগনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৪৫১ জন। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন ৯১৯ জন, হাওড়াতে করোনা আক্রান্ত হয়েছেন ৯৩৯ জন, হুগলিতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৪৩ জন, পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬২ জন।

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদহে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন, দার্জিলিংয়ে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫২৫ জন, জলপাইগুড়িতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬০ জন, গত ২৪ ঘণ্টায় কোচবিহারে করোনা আক্রান্ত হয়েছেন ১৪৯ জন। দেশের করোনা পরিস্থিতি নিয়ে আজ জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিকিৎসা পরিকাঠামোর দ্রুত আধুনিকীকরণ ও অক্সিজেন সংকট মোকাবিলা ইত্যাদি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বৈঠকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!