মুকুল রায়ের বিজেপি যোগ নিয়ে দ্বিধাবিভক্ত তাঁর অনুগামীরাই? জাতীয় বিশেষ খবর রাজ্য November 5, 2017 রাজ্য-রাজনীতিতে এখন সব থেকে বড় খবর বা আলোচ্য বিষয় তৃণমূল কংগ্রেস ছেড়ে মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়া। কিন্তু কলকাতার এক বাংলা ওয়েব পোর্টালের খবর অনুযায়ী এই নিয়ে তাঁর অনুগামীরাই সোশ্যাল মিডিয়াতে কার্যত দ্বিধাবিভক্ত। ওই রিপোর্টে প্রকাশিত মুকুল রায়ের একদল অনুগামী উচ্ছসিত হয়ে বলেছে, মুকুল রায় জিন্দাবাদ, বিজেপিতে আপনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এর বিরুদ্ধ মতও সরব রয়েছে, সেখানে তাঁর বিরুদ্ধে অভিমান ঝরে ঝরে পড়েছে। সেইসব অনুগামী সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছে এই বলে যে, আপনার সাংগঠনিক দক্ষতা কে সন্মান করি কিন্তু কেন আপনি বিজেপির মতো সাম্প্রদায়িক দলে যোগ দিলেন? কেন আপনি আপনার সাংগঠনিক দক্ষতার স্বাধীন দল তৈরী করলেন না? এরফলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, লড়াই জমে গেল! যদিও এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালের খবরের পরিপ্রেক্ষিতে করা, এর সত্যতা প্রিয়বন্ধু বাংলার পক্ষ থেকে যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ কোনোমতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -