এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পালানোর রাস্তা বন্ধ, ইডির জালে ফাঁসলেন মমতার মন্ত্রী! আইনের প্যাচে শুকিয়ে ঘাসফুল !

পালানোর রাস্তা বন্ধ, ইডির জালে ফাঁসলেন মমতার মন্ত্রী! আইনের প্যাচে শুকিয়ে ঘাসফুল !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কয়লা কাণ্ডে বারবার ইডির পক্ষ থেকে তলব করা হয়েছে রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে। কিন্তু তিনি প্রত্যেকবারই সেই জেরাতে হাজিরা না দিয়ে তা এড়িয়ে গিয়েছেন। বরঞ্চ আদালতে মামলা করে আবেদন করেছেন, যাতে তাকে কলকাতার অফিসে জেরা করা হয়। অবশেষে সেই আবেদন মঞ্জুর করে বড় নির্দেশ দিল দিল্লি আদালত। আর মলয়বাবুকে আদালত এই নির্দেশ দিলে সেটা তার কাছে কতটা স্বস্তির হবে, তা সময় বলবে। তবে তদন্তকারী সংস্থার মুখোমুখি যে এবার হতেই হবে রাজ্যের মন্ত্রীকে, তা এক প্রকার নিশ্চিত।

সূত্রের খবর, এদিন মলয় ঘটককে জেরা করা নিয়ে দিল্লি আদালতের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়। যেখানে ইডিকে জানিয়ে দেওয়া হয় যে, মলয় ঘটকের আবেদন মঞ্জুর করা হলো। তাকে জেরা করতে হবে কলকাতাতেই। এক্ষেত্রে জেরা করার 24 ঘন্টা আগে মন্ত্রীকে নোটিশ দিতে হবে বলে জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। এছাড়াও জেরার সময় মেডিকেল চেকআপের সমস্ত সরঞ্জাম রাখার দিকেও নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

বিরোধীদের দাবি, মলয় ঘটক এতদিন দিল্লিতে যেতে পারবেন না বলে নানা অজুহাত দেখিয়েছিলেন‌। তবে দিল্লি হাইকোর্টের এই নির্দেশের পরে মলয় ঘটকের জয় হয়েছে বলে এক পক্ষ দাবি করলেও, আদতে কিন্তু তা নয়। এর ফলে মলয়বাবু আরও সংকটে পড়ে গেলেন। এবার তাকে কলকাতাতে ইডির মুখোমুখি জেরাতে উপস্থিত হতেই হবে। আর তিনি যদি সেখানেও ইডিকে সহযোগিতা না করেন, তাহলে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও পিছপা হবে না।

পর্যবেক্ষকদের মতে, দিল্লি যেতে পারবেন না বলে এতদিন ইডির মুখোমুখি হননি মলয়বাবু। কিন্তু এবার তো তাকে তদন্ত সহযোগিতা করতেই হবে। তা না হলেই তার সামনে মহা বিপদ। তাই মলায়বাবুই বুঝতে পারছেন, এই নির্দেশের ফলে তিনি কতটা চাপে পড়ে গেলেন। আর আইনের এই প্যাচে যে ঘাসফুলও একপ্রকার মুষড়ে পড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!