এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে বেজে গেল নির্বাচনের দামামা, ফের রাজ্যে আসছেন কমিশনার!

কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চে বেজে গেল নির্বাচনের দামামা, ফের রাজ্যে আসছেন কমিশনার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর কয়েকটা দিন বাকি। তবে তার আগে এখন থেকেই রীতিমতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নিজেদের রুটমার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। আর এই পরিস্থিতিতে এবার বাংলায় ভোটের চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন।

স্বাভাবিক ভাবেই তার এই সফরকে কেন্দ্র করে এবার রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে পৌঁছেছে। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুরু হয়ে গিয়েছে রুটমার্চ।

নির্বাচন ব্যবস্থায় যাতে কোনোরকম খামতি না থাকে, তার জন্য প্রতি মুহূর্তে সবরকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর এই পরিস্থিতিতে নির্বাচনী ব্যবস্থায় গলদ যাতে না থাকে, তার জন্য ফের রাজ্যে আসতে চলেছেন সুদীপ জৈন। বিশেষ সূত্র মারফত খবর, আগামী 25 ফেব্রুয়ারি কলকাতায় আসবেন তিনি। যেখানে 25 এবং 26 তারিখ রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের একাংশ বলছেন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার রাজ্যে আসার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের নির্বাচনে সন্ত্রাসের কথা তুলে ধরে বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবহিত করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তাই এই পরিস্থিতিতে নির্বাচনে যাতে কোনোরূপ অশান্তি বা বিশৃঙ্খলা না হয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। যার অঙ্গ হিসেবে ভোটের ঘোষণা হওয়ার আগেই একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ শুরু হয়েছে, ঠিক তেমনই রাজ্যে আসতে চলেছেন উপ নির্বাচন কমিশনার। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!