এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পরিবারের সদস্যাকে সিবিআই নোটিশ, মুখ খুললেন মমতা!

পরিবারের সদস্যাকে সিবিআই নোটিশ, মুখ খুললেন মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি সততার প্রতিমূর্তি হিসেবেই পরিচিত। বিগত বাম সরকারের আমলে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন, তখন তার ছবির নিচে লেখা থাকত “সততার প্রতীক”। তবে ক্ষমতায় আসার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার প্রতিমূর্তি নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে বিরোধীদের। যত সময় গেছে, ততই রাজ্যে বিরোধীদের চাপ আরও বৃদ্ধি পেয়েছে সরকারের ওপর। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সবথেকে বেশি সরব হচ্ছে পদ্মফুল শিবির।

আর এই পরিস্থিতিতে ঘাসফুল শিবিরের বিড়ম্বনা বাড়িয়ে দিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য তথা যুব তৃনমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। যার ফলে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। আর এবার কি সেই নোটিশের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যেখানে নাম না করে কার্যত বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি বলেই মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার ভাষা দিবসের অনুষ্ঠান থেকে এই ব্যাপারে তাৎপর্যপূর্ণ মন্তব্য করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যেখানে তিনি কারও ধমকানি চমকানিতে ভয় পান না বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দিল্লির নেতারা বলছেন বাঙ্গালীদের মেরুদণ্ড ভেঙে দিতে আমরা খুব ভালো করে জানি। আমরা বলছি, চেষ্টা করে দেখুন না! এতদিন তো কম চেষ্টা করেননি। আপনাদের ধমকানি, চমকানি, জেল দেখিয়ে আমাদের ভয় দেখাবেন না। ভাষা দিবসের দিন আশ্বস্ত করছি, আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে, আমি কোনো চমকানিতে ভয় পাব না। আমার মাতৃভাষা আমাকে শিখিয়েছে, বাঘের বাচ্চার মতো লড়াই করবি। আর বাঘ কখনও ইঁদুরকে ভয় পায় না। বাংলাকে আঘাত করতে এসো না। কারণ বাংলার মা বোনেরা যেমন রাধে, তেমন চুলও বাঁধে।”

আর নিজের পরিবারের সদস্যা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে সিবিআইয়ের নোটিশে মাতৃভাষা দিবসের অনুষ্ঠান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলে যেমন বিজেপি নেতাদের বাংলা দখলের মন্তব্যকে আক্রমণ করলেন, ঠিক তেমনই বুঝিয়ে দিলেন, তাকে চাপে রেখে কোনো লাভ নেই। অর্থাৎ তিনি যে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীকে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি তুলে ধরে বিজেপিকে আক্রমণ করলেন, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!