এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপির শক্তিশালী গড়ে মন্ডল সভাপতি সহ তৃণমূলে যোগদান করতে চলেছেন জেলা সভাপতি

বিজেপির শক্তিশালী গড়ে মন্ডল সভাপতি সহ তৃণমূলে যোগদান করতে চলেছেন জেলা সভাপতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গে বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত আলিপুরদুয়ার জেলায় বড় ভাঙ্গন ঘটতে চলেছে গেরুয়া শিবিরে। আজ আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগদান করতে চলেছেন তৃণমূলে। আজ দুপুরে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে চলেছেন তিনি। বিজেপির আরও ৬ জন গুরুত্বপূর্ণ নেতা তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন একাধিক মন্ডল সভাপতি।

একসময়ের আরএসএস ঘনিষ্ঠ নেতার তৃণমূলে যোগদানের খবর তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছে দলকে। এদিকে তাঁর হাত ধরেই গত লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারের বিরাট সাফল্য পেয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনেও তাঁর নেতৃত্বের জেলার সমস্ত আসনে জয়লাভ করেছে বিজেপি। জানা যাচ্ছে, দলের প্রতি মনোমালিন্যর কারণে তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি। ফলে বড় সমস্যার মুখে পড়তে চলেছেন জেলা বিজেপি নেতৃত্ব।

জেলায় বিজেপির বড়সড় জয়ের পরেও কেন তৃণমূলে যোগদান করতে চান গঙ্গাপ্রসাদ শর্মা? এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, তিনি মানুষের জন্য কাজ করতে চান, তাই তিনি বিজেপি ছাড়তে চান। আজ তিনি তৃণমূলে যোগদান করবেন আনুষ্ঠানিকভাবে। প্রাথমিকভাবে আরও ৬ জন বিজেপি নেতা তাঁর সঙ্গে তৃণমূলে যোগদান করবেন। তবে কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন? সে বিষয় এখনও তিনি স্পষ্ট করেননি। তিনি শুধু জানিয়েছেন যে, আগামীকাল জেলায় ফিরবেন তিনি। তারপর এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন। এখন তিনি অনুগামীদের সঙ্গে নিয়ে কলকাতায় রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই সদলবলে তৃণমূলে যোগদান বিজেপিকে যথেষ্ট বিপাকে ফেলতে পারে বলে রাজনৈতিক মহলের বক্তব্য। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন? এ প্রসঙ্গে তিনি তেমন কোনো বক্তব্য না রাখলেও, তাঁর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে, জনপ্রতিনিধিদের অধিক পরিমাণে গুরুত্ব দিয়েছিল দল, তুলনায় সংগঠনে থাকা ব্যক্তিদের সেভাবে গুরুত্ব দেয়নি।

এ বিষয়টি নিয়ে তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছিলেন। এর বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিলেন। আবার, দলে অবাধে যোগদান নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এ কারণে বিধানসভা নির্বাচনের আগে তাঁকে শোকজ করা হয়েছিল। সেসময় তিনি পদত্যাগ করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। তবে দলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলেছিলেন তিনি।

সম্প্রতি আলিপুরদুয়ারের সাংসদ জণ বার্লার উত্তরবঙ্গের বিভাজনের দাবিতে তিনি দলের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হন। এরপর তিনি তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত নেন। জেলার বেশ কিছু বিজেপি বিধায়ক তাঁর দল ত্যাগের ব্যাপারে এখনো কিছু জানেন না, বলেই দাবি করেছেন। উত্তরবঙ্গে বিজেপির শক্তিশালী গড় বলে পরিচিত আলিপুরদুয়ার জেলায় জেলা সভাপতির এমন সদলবলে তৃণমূলে যোগদান, নানা প্রশ্নের মাঝে ফেলে দিয়েছে বিজেপিকে।

তাঁর এই পদক্ষেপ জেলায় বিজেপিকে বড়সড় বিপাকে ফেলে দিতে পারে বলেই রাজনৈতিক মহলের দাবি। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে ক্রমাগত ভাঙ্গন দেখা দিয়েছে বিজেপিতে। এরপর মুকুল রায়ের প্রত্যাবর্তনের পর ভাঙ্গন বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আর এবার সদলবলে বিজেপি ছাড়তে চলেছেন আরএসএসের একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা গঙ্গাপ্রসাদ শর্মা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!