এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > মালদায় ভোট মিটতেই হবিবপুরের উপনির্বাচন নিয়ে ব্যস্ত সব দলই, প্রার্থীপদ নিয়ে শুরু তীব্র জল্পনা

মালদায় ভোট মিটতেই হবিবপুরের উপনির্বাচন নিয়ে ব্যস্ত সব দলই, প্রার্থীপদ নিয়ে শুরু তীব্র জল্পনা


গত 23 শে এপ্রিল মালদহ জেলার দুটি কেন্দ্রের লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আর এই নির্বাচন শেষ হতে না হতেই এবার শূন্য হয়ে যাওয়া হবিবপুর বিধানসভা আসনের উপনির্বাচনের দামামা বেজে যাওয়ায় সমস্ত রাজনৈতিক দলের অন্দরেই প্রবল তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই হবিবপুর বিধানসভার সিপিএম বিধায়ক খগেন মুর্মু দলবদল করে বিজেপিতে যোগ দিলে তাকে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করে বিজেপি। ফলে সেই হবিবপুর বিধানসভা আসনটি শূন্য হয়ে যায়। যার ফলে সেখানে নির্বাচনের দামামা বেজে যায়।

সূত্রের খবর, আগামী 19 মে এই কেন্দ্রে উপনির্বাচন এবং 29 এপ্রিলের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা করতে হবে। আর তাই এবারে কোন দলের তরফে এই হবিবপুর বিধানসভা উপনির্বাচনে কাকে প্রার্থী করা যায় তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রের খবর, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে প্রার্থী হওয়া শিক্ষক অমল কিস্কুর নাম বিবেচনায় থাকার পাশাপাশি আরও দুজন মহিলা নেত্রীর নাম নিয়েও চর্চা চলছে। কে প্রার্থী হবে? এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি দুলাল সরকার বলেন, “হবিবপুরের প্রার্থী নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। দলনেত্রী ও দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কয়েকদিনের মধ্যেই আমরা প্রচারেও নেমে পড়ব।”

অন্যদিকে বিজেপির তরফ এই কেন্দ্রে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জলঘোলা অব্যাহত। অনেকেই মনে করছেন, সদ্য হবিবপুর বিধানসভা কেন্দ্রের সিপিএম বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ায় তার কোনো অনুগামীই এই কেন্দ্রে প্রার্থী হতে পারেন। তবে এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির প্রবক্তা অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা ইতিমধ্যেই হবিবপুরের নেতৃত্বকে নিয়ে এই ব্যাপারে আলোচনা করেছি। এই সপ্তাহেই আমরা দলীয় প্রার্থীর নাম ঘোষনা করে দেব।”

এদিকে গত 2016 র বিধানসভা নির্বাচনে এই হবিবপুর বিধানসভা কেন্দ্রে তারা যেহেতু জয়লাভ করেছিল এবং পরবর্তীতে তাদের টিকিটের জয় লাভ করা খগেন মুর্মু বিজেপিতে গিয়েছে ঠিকই, কিন্তু এই কেন্দ্র তাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বলে দাবি করতে শুরু করেছে বামেরা। তাই এবারে শাসক দল তৃণমূল এবং বিরোধীদল বিজেপিকে ঠেকাতে এই কেন্দ্রে হেভিওয়েট কাউকে প্রার্থী করতে চাইছে তারা।

জানা গেছে, ইতিমধ্যেই এক তরুণ আদিবাসী নেতা তথা জেলা পরিষদের এক পদাধিকারীর নাম বাম প্রার্থী হিসেবে উঠে আসতে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা সিপিএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, “আমরা হবিবপুর বিধানসভা উপনির্বাচনে লড়ব। তাই এই নিয়ে প্রস্তুতি শুরু করেছি। দ্রুত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।”

কিন্তু গত 2016 বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে কংগ্রেসের জোট থাকলেও এবারও কি এই কেন্দ্রে বামেদেরকে সমর্থন দেবে কংগ্রেস, নাকি তারা পৃথকভাবে প্রার্থী ঘোষণা করবে? এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা কংগ্রেসের সভাপতি মোস্তাক আলম বলেন, “সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আমরা বেশ কিছু বুথে পুনর্নির্বাচন চেয়েছি। এই বিষয়গুলো মিটে গেলেই হবিবপুর নিয়ে দলীয় নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই হবিবপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে তৎপরতা শুরু করে দিল সমস্ত রাজনৈতিক দলই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!