এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কেন্দ্রের সম্মতি থাকলেও রাজ্য নেতৃত্তের একাংশের বিরোধিতায় অনিশ্চিত মুকুল রায়ের পদ প্রাপ্তি

কেন্দ্রের সম্মতি থাকলেও রাজ্য নেতৃত্তের একাংশের বিরোধিতায় অনিশ্চিত মুকুল রায়ের পদ প্রাপ্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে রয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিধায়ক হয়েছেন তিনি। তাঁকে বিরোধী দলনেতার পদে আনা হবে, এমন একটা জল্পনাও শুরু হয়েছিল, তবে তিনি নিজেই অসম্মতি প্রকাশ করেন ও শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করেছিলেন। এরপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে তাঁকে রাজ্য বিধানসভার পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানের পদে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে, রাজ্যে নেতৃত্বের একাংশের বিরোধিতায় তাঁর এই পদ প্রাপ্তি যথেষ্ট অনিশ্চিত হয়ে পড়েছে।

তাঁকে পিএসির চেয়ারম্যানের পদে আনার তীব্র বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য নেতৃত্বের একাংশ। মূলত, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সমর্থকরা মুকুল রায়ের এই পদ প্রাপ্তি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, মুকুল রায় তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, তাঁর ওপরে তাঁর নামে সারদা, নারদা মামলা রয়েছে। তাই যদি মুকুল রায় গ্রেপ্তার হন, তখন দল বেকায়দায় পড়বে। মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাবে। অনেকেই তখন মনে করবেন, দুর্নীতির সঙ্গে আপস করেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, মুকুল রায়ের পরিবারের সঙ্গে সম্প্রতি তৃণমূলের যোগাযোগ দলের অনেককেই অসন্তুষ্ট করেছে। হাসপাতালে মুকুল রায়ের স্ত্রীকে দেখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পিএসির চেয়ারম্যানের পদে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছিল মুকুল রায়কে। তাঁরা মনে করছেন, শাসক দল ও বিরোধীদলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক আছে তাঁর। এ কারণে তাঁরা মুকুল রায়কে এই পদে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে, রাজ্য বিজেপির একাংশ এ বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছেন।

রাজ্য বিজেপির বেশকিছু নেতা জানিয়েছেন যে, বিধানসভায় বিরোধী দলনেতার পদে আনা হয়েছে শুভেন্দু অধিকারীকে। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। এবার, তৃণমূল ছেড়ে একদা বিজেপিতে আসা মুকুল রায়কে যদি পিএসির চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আনা হয়, তাহলে অনেকেই প্রশ্ন তুলবেন যে, বিজেপির আদি নেতাদের মধ্যে কি কারো যোগ্যতা নেই? তাই সে ক্ষেত্রে মানুষের কাছে ভুলবার্তা পৌঁছাতে পারে। দলের বিরোধিতায় ফলত মুকুল রায়ের এই পদ প্রাপ্তি অনিশ্চিত হয়ে পরলো বলেই, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!