মুখ খুললেন নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায় ,কি বললেন তাঁর বাবাকে ?জেনে নিন রাজ্য হাওড়া-হুগলি April 25, 2019 নদিয়ার EVM ও VVPAT-এর দায়িত্বে থাকা অর্ণব রায় গত ১৪ ই এপ্রিল জেলাশাসকের দপ্তরে কাজে যান। দুপুরে কৃষ্ণনগর BPCIT কলেজের উদ্দেশে রওনা হয়েছিলেন তারপর হটাৎ করে স্ত্রীকে ফোন করার পর তাড়াতাড়িতে ফোন কেটে দেন। তারপর আর তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর তাঁর পরিবার থানায় তাঁর নিখোঁজের ডাইরী করেন। কিন্তু এক সপ্তাহ কেটে যাবার পরেও কোনো খোঁজ মিলছিলো না। কিন্তু আজ সকালে হাওড়া থেকে তাঁকে উদ্ধার করে সিআইডি আধিকারিকরা। আর এরপরতানকে হাওড়া তাঁর শশুরবাড়িতে রাখা হয়। যদিও তিনি এখনো সিআইডি কিংবা কোনো পুলিশ আধিকারিকের সাথে কথা বলেন নি। বা এতদিন কোথায় ছিলেন তা জানান নি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু জানা গেছে যে তাঁকে পাওয়া গেছে জেনে তাঁর বাবা তাঁকে ফোন করেন। আর তিনি রানের বাবাকে বলেন যে, “চিন্তা করো না বাবা, ভালো আছি, যা ফেস করার আমিই করব ।” এদিকে তাঁর বাবা হারাধন রায় জানান যে, “ছেলেকে পাওয়া গেছে এই খবরটা পাওয়ার পরই আমরা ছেলেকে ফোন করি । ও বলে চিন্তা করো না বাবা আমি ভালো আছি । যা ফেস করার করব ।” তিনি আরও বলেন, “ও ফিরে এসেছে এটাই স্বস্তির । ঠিক কী ঘটেছিল তা পরে জানব ।” তবে কি হয়েছিল তিনি কোথায় ছিলেন তা কিন্তু এখনো অজানা.আর তাই ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য। আপনার মতামত জানান -